CISCE ICSE ISC Result 2025: আগামীকাল সকাল ১১ টায় ICSE ও ISC ফলপ্রকাশ, কোন ওয়েবসাইটে দেখা যাবে ? রইল বিস্তারিত
CISCE ICSE ISC 2025 Result 2025 : রাত পোহালেই ICSE ও ISC ফলপ্রকাশ, কখন কোথায় কোন ওয়েবসাইটে দেখা যাবে ? দেখুন একনজরে

নয়াদিল্লি: আগামীকাল ৩০ এপ্রিল বুধবার সকাল ১১ টা নাগাদ ICSE (দশম) ও ISC (দ্বাদশ) ফলপ্রকাশ হবে বলে জানিয়েছে CISCE। রেজাল্ট জানতে হলে ওয়েবসাইটও শেয়ার করেছে কাউন্সিল। www.cisce.org এই ঠিকানায় ক্লিক করলেই জানা যাবে রেজাল্ট।
কোন ওয়েবসাইটে দেখা যাবে ?
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ অবধি ICSE (দশম) এর পরীক্ষা হয়েছিল। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি ১৩ তারিখ থেকে ৫ এপ্রিল অবধি হয়েছিল ISC (দ্বাদশ) এর পরীক্ষা। CISCE এর তরফে জানানো হয়েছে যে, যেসকল ছাত্র ছাত্রী এবার ICSE ও ISC পরীক্ষায় বসেছিল, তাঁরা প্রত্যেকেই cisce.org থেকে রেজাল্ট পেয়ে যাবেন।
কীভাবে ডাউনলোড করতে হবে ? যদি কোনও কিছুতে Error দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কী করতে হবে ?
ICSE ও ISC এর ফলপ্রকাশ হয়ে গেলে, পরীক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে UID এবং Index Number দিলেই তা ডাউনলোড করতে পারবেন। ISC (দ্বাদশ) মার্কশিটে, পরীক্ষার্থীর নাম, স্কুলের নাম, রোল নাম্বার, বিষয়, প্রাপ্ত নাম্বার উল্লেখ থাকবে। যাবতীয় সব কিছুই যেন মনযোগ সহকারে দেখে নেয় ছাত্র ছাত্রীরা। যদি কোনও কিছুতে Error দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যেনও অবশ্যই স্কুল কর্তৃপক্ষের কাছে জানায়।
বিগত বছরগুলিতে পাশের হার কেমন ছিল ?
গতবছর ICSE (দশম) এর পরীক্ষা হয়েছিল মার্চে। ফলপ্রকাশ হয়েছিল মে মাসে। ২০২৪ সালে ৯৯.৪৭ শতাংশ পরক্ষার্থী সেবার পাশ করেছিল। গতবছর ২৬৯৫ টি স্কুল এই পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে ৮২.৪৮ শতাংশ স্কুলেই ১০০ শতাংশ পাশের হার উঠে এসেছিল। তেইশ সালে পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝে। যার ফলপ্রকাশ হয়েছিল মে মাসের ১৪ তারিখ। বিগত বছরগুলিতে ক্রমশই পাশের হার বেড়ে চলেছে। ২০২৪ সালে মোট পাশের হার ছিল ৯৯.৪৭ শতাংশ। যেখানে সেবার ছাত্রীদের মধ্যে শতাংশের হার ছিল ৯৯. ৩১ এবং ছাত্রদের মধ্যে হার ছিল ৯৮.৭১ শতাংশ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
Education Loan Information:
Calculate Education Loan EMI





















