এক্সপ্লোর
Advertisement
উত্তম যুগের পর সব থেকে প্রতিশ্রুতিমান অভিনেতা, সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে সৃজিতের শোকবার্তা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও লিখেছেন, একজন অসাধারণ অভিনেতা আমাদের ছেড়ে চলে গেলেন, তুমি যেখানেই থাকো সুস্থ থেকো।
কলকাতা: বাবা মনে করতেন, উত্তম কুমার যুগের পর তিনিই ছিলেন সব থেকে প্রতিশ্রুতিমান অভিনেতা। তাঁর কথার ধরন, মতামত- সবই বাবার কথা মনে করাত। বর্ষীয়াণ অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তায় জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও লিখেছেন, একজন অসাধারণ অভিনেতা আমাদের ছেড়ে চলে গেলেন, তুমি যেখানেই থাকো সুস্থ থেকো।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি সন্তু ছিলেন তাঁর বাবার সব থেকে ভাল লাগার অভিনেতা। উত্তম যুগের পর বাংলা চলচ্চিত্রে সর্বাধিক প্রতিশ্রুতিমান। ঘণ্টার পর ঘণ্টা তাঁরা কথা বলেছেন, সিনেমা থেকে জীবন- সব উঠে আসত সেই আলোচনায়। বাবার মতই ছিল গলার গমগমে আওয়াজ, পুরনো দিনের আকর্ষণ, অনড় মতামত আর অনমনীয় আদর্শ। লিখেছেন সৃজিত মুখোপাধ্যায়। বলেছেন, আমি জানি, তোমাদের দুজনের দেখা হবে সন্তুকাকু, এক সঙ্গে পান করতে বসবে তোমরা। নিরাপদে যেও।
সন্তুকে দাদা বলতেন প্রসেনজিৎ। তিনি লিখেছেন, একজন অসাধারণ অভিনেতা আমাদের ছেড়ে চলে গেলেন। তুমি যেখানেই থাকো সুস্থ থেকো, ভালো থেকো।
শোকপ্রকাশ করেছেন কোয়েল ভৌমিক।
বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম নক্ষত্র সন্তু মুখোপাধ্যায়ের অকালপ্রয়াণে আমরা শোকস্তব্ধ। আমাদের পক্ষ থেকে তাঁকে বিনীত শ্রদ্ধার্ঘ্য নিবেদন। 🙏#ShantuMukherjee
— Surinder Films (@SurinderFilms) March 12, 2020
মিমি চক্রবর্তীও দিয়েছেন শোকবার্তা।
সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, আপনার হাসিমুখ অনেক মন খারাপ ভাল করে দিত সন্তুকাকু।
ভাল থেক সন্তুদা। লিখেছেন সুদীপ্তার দিদি অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী।
পরিচালক বিরসা দাশগুপ্ত লিখেছেন, একটু একটু করে ছোটবেলাটা মুছে যাচ্ছে। কত বাঁদরামি যে লাই দিয়েছ সন্তুমামু!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement