![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rahul Gandhi: লাল শার্ট, হাতে বাঁধা ব্যাজ, দিল্লিতে মোট বইলেন ‘কুলি’ রাহুল
Rahul Gandhi as Coolie: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে আনন্দ বিহার রেল স্টেশনে কর্মরত কুলিদের একাংশ রাহুলের সাক্ষাৎ প্রার্থনা করেন।
![Rahul Gandhi: লাল শার্ট, হাতে বাঁধা ব্যাজ, দিল্লিতে মোট বইলেন ‘কুলি’ রাহুল Congress MP Rahul Gandhi Coolie attire and badge meet railway porters carries luggage at Anand Vihar station video is viral Rahul Gandhi: লাল শার্ট, হাতে বাঁধা ব্যাজ, দিল্লিতে মোট বইলেন ‘কুলি’ রাহুল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/21/b77a7687f74a26172937d128bb6369f91695276612707338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: চেনা ভঙ্গিতে সাদা পোশাক পরেই হাজির হয়েছিলেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই বদলে গেল সব। বৃহস্পতিবার সকালে রাজধানীতে কুলির পোশাকে দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে। দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে এদিন মোট বহনকারী কুলিদের সমস্যার কথা শুনতে হাজির হন তিনি। সেখানেই খেটে খাওয়া মানুষের ভিড়ে মিশে গেলেন রাহুল। গায়ে কুলির পোশাকি শুধু চাপালেন না। মাথায় চাপিয়ে মোটও বইলেন রাহুল। (Rahul Gandhi Viral)
#WATCH | Delhi: Congress MP Rahul Gandhi visits Anand Vihar ISBT, speaks with the porters and also wears their uniform and carries the load pic.twitter.com/6rtpMnUmVc
— ANI (@ANI) September 21, 2023
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social media) একটি ভিডিও ভাইরাল হয়। তাতে আনন্দ বিহার রেল স্টেশনে কর্মরত কুলিদের একাংশ রাহুলের সাক্ষাৎ প্রার্থনা করেন। পাঁচ মিনিটের জন্য এলেও হবে, শুধু তাঁদের কথা শুনে যান বলে আর্জি জানান তাঁরা। সেই অনুরোধ রাখতেই বৃহস্পতিবার সকালে আনন্দ বিহার স্টেশনে পৌঁছন রাহুল। স্টেশনের বাইরের খোলা জায়গায়, মাটিতে বসে সকলের সমস্যার কথা শোনেন তিনি।
রাহুলকে দেখতে সেই সময় ভিড় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এর পরই স্টেশনে কুলিদের পরিহিত লাল শার্ট গায়ে চাপান রাহুল। কনুইয়ের উপর বেঁধে নেন ব্যাজও। এর পর একটি ট্রলিব্যাগ মাথায় তুলে বইতেও দেখা যায় রাহুলকে। ওই মুহূর্তে চারিদিকে 'রাহুল গাঁধী জিন্দাবাদ' ধ্বনি ওঠে। বাজনার শব্দও কানে আসে।
कुली भाइयों के बीच जननायक pic.twitter.com/nor4tSyoR8
— Congress (@INCIndia) September 21, 2023
'ভারত জোড়ো যাত্রা' শেষ হওয়ার পরও বিগত কয়েক মাসে, দেশের নানা প্রান্তে, নানা ভূমিকায় দেখা গিয়েছে রাহুলকে। জামা মসজিদ এলাকার বেঙ্গলি মার্কেটে একদিন পৌঁছে যান তিনি। ভিড় দোকানে বসে খাবার খান। মুখার্জি নগরে UPSC পরীক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। আবার গাড়ি মেরামতকারীদের সঙ্গে গ্যারাজে কাজে হাত লাগাতে দেখাও যায় তাঁকে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের পেয়িং গেস্টেও সম্প্রতি হাজির হন রাহুল। সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। তার পর ট্রাকে চেপে রওনা দেন হরিয়ানা। যাত্রাপথে ট্রাক চালকদের দুর্দশার কারণও শোনেন রাহুল। হরিয়ানা পৌঁছে সোনেপতে কৃষকদের সঙ্গে জলকাদায় নেমে ধান রুইতেও দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুলকে। মূল্যবৃদ্ধিতে চোখের জল ফেলা এক সবজি বিক্রেতাকে বাড়িতে ডেকে একসঙ্গে খাওয়াদাওয়াও সারেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)