WB Corona Cases উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় সাত হাজার, মৃত্যু ২২ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬৯ জন।
কলকাতা : আরও ভয়াবহ করোনা সংক্রমণের চেহারা। রাজ্যে কোভিডের সংক্রমণ এবার পৌঁছে গেল রেকর্ড প্রায় সাত হাজারে। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ জারি করা বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬৯ জন। এই সময় ব্যবধানে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ২২ জনের।
গত কয়েকদিনের মতো সংক্রমণের ভয়াবহ চেহারা জারি কলকাতা ও উত্তর ২৪ পরগণায়। কলকাতা ও উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে এক হাজার ৬১৫ জন ও এক হাজার ৩৫৪ জন। টানা বেশ কয়েকদিন ধরেই রাজ্যের এই দুই জেলায় সংক্রমিতের সংখ্যা হাজারের বেশি।
অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৪ হাজার ৩৬০ জন। যার ফলে গোটা রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা পৌঁছে গেল ৩৬ হাজার ৯৮১ জনে। এদিনই দেশেও নতুন রেকর্ড ছুঁয়েছে করোনা সংক্রমণ। প্রথমবার দুই লক্ষ ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্রমিতের সংখ্যা।
বুধবারই আগের সব রেকর্ড ছাপিয়ে রাজ্যে প্রায় ৬ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দৈনিক সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৮৯২ জন। মৃত্যু হয়েছিল ২৪ জনের। মঙ্গলবার রাজ্যে সংক্রমিতের সংখ্য়া ছিল পাঁচ হাজারের নীচে। আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮১৭ জন। মারা গিয়েছিলেন ২০ জন। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছিল ২ হাজার ৫১৯ জন।
এদিকে, আগামীকাল রাজ্যে এসে পৌঁছচ্ছে আরও ৫ লক্ষ কোভিশিল্ড। বুধবারই রাজ্যে এসেছিল ৫ লক্ষ ভ্যাকসিন। প্রথমে ৩ লক্ষ কোভিশিল্ড ও পরে ২ লক্ষ কোভ্যাকসিন এসেছিল। গত শনিবার থেকে রাজ্যে করোনা ভ্যাকসিনের টান চলছে। একাধিক হাসপাতালে অমিল ছিল করোনার ভ্যাকসিন। এই অবস্থাতে রাজ্যে বাড়তে থাকা করোনা রোগীর সংখ্যায় আরও ভ্যাকসিন চেয়ে পাঠিয়েছিল রাজ্য সরকার। রাজ্যে আসা করোনা ভ্যাকসিন বাগবাজারে রাজ্য স্বাস্থ্য দফতরের স্টোরে রাখা হচ্ছে, যেখান থেকে তা ছড়িয়ে দেওয়া হবে রাজ্যের বিভিন্ন জায়গায়।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )