এক্সপ্লোর
করোনা রুখতে ট্রেনের সিট পরিষ্কারে হাত লাগালেন রবীনা ট্যান্ডন
ট্রেন সফরের সময়েও ওয়াইপস আর স্যানিটাইজার দিয়ে ট্রেনের আসন পরিষ্কারে ব্যস্ত ছিলেন তিনি।

মুম্বই: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চেষ্টার ত্রুটি করছেন না রবীনা ট্যান্ডন। এমনকী ট্রেন সফরের সময়েও ওয়াইপস আর স্যানিটাইজার দিয়ে ট্রেনের আসন পরিষ্কারে ব্যস্ত ছিলেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই সব ছবি ও ভিডিও। রবীনা লিখেছেন, পরে দুঃখিত হওয়ার থেকে আগে নিরাপদ হওয়া ভাল। ভীষণ দরকার ছাড়া দয়া করে বার হবেন না, নিজের ও আশপাশের সকলের নিরাপত্তা সব থেকে গুরুত্বপূর্ণ। corona-html/index.html" width="640" height="180"></iframe>
আর একটি পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন। তাতে তাঁকে বান্দ্রা টার্মিনাস রেল স্টেশনে বসে থাকতে দেখা যাচ্ছে।
<iframe src="https://cdn.abplive.com/ খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















