Sri Lanka on Coronavirus: ভারত থেকে আগত বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত শ্রীলঙ্কা সরকারের
দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ।
নয়াদিল্লি: এবার ভারত থেকে আগত বিমান পরিষেবা বন্ধ করল শ্রীলঙ্কা সরকার। দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এই আবহে এবার কড়া অবস্থান নিল প্রশাসন শ্রীলঙ্কা প্রশাসন। আজ, বৃহস্পতিবার শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করা হল।
ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে নিজেদের বিমান পরিষেবা বন্ধ করেছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো দেশ। শ্রীলঙ্কার অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, ভারতের কোনও পর্যটককে দেশে ঢুকতে দেওয়া হবে না। ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন।
অসামরিক বিমান মন্ত্রকের ডিরেক্টর জেনারেল ন্যাশনাল কেরিয়ার শ্রীলঙ্কান এয়ার লাইন্সের সিইও-কে চিঠি লিখে জানিয়েছেন, দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বেশ কিচু নির্দেশিকা এসেছে। সেই অনুযায়ী আপাতত ভারত থেকে কোনও যাত্রীকে এই দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না।
এদিকে শ্রীলঙ্কাতেও বাড়ছে ভাইরাসের সংক্রমণ। প্রতিদিন প্রায় ২ হাজার জন আক্রান্ত হচ্ছে ভাইরাসে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ছড়াতে শুরু করে সংক্রমণ। সূত্রের খবর, মূলত ব্রিটেনের স্ট্রেনের জন্যই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শ্রীলঙ্কা সরকার জানিয়েছে দেশের পর্যটন মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, সিঙ্গাপুর, পশ্চিম এশিয়া থেকে আগতদের থাকতে হবে ১৪ দিনের কোয়ারান্টিনে। গত সপ্তাহে শ্রীলঙ্কা নৌসেনা জানায়, উত্তর এবং উত্তর-পূর্ব সাগরে তারা বিশেষ নজরদারি শুরু করেছে। ভারতীয় মৎসজীবীরা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে স্থানীয়দের সংস্পর্শে আসছে কি না সেদিকেও নজর রাখা হচ্ছে।
দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক সংক্রমণে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক মৃত্যুর সংখ্যা চারহাজার ছুইঁছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। বুধবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৭৮০।