এক্সপ্লোর
Advertisement
হাতে ৩১,৪৫০ টাকা, এক বছরে সম্পত্তির মূল্য বেড়েছে ৩৬ লাখ, দেখে নিন প্রধানমন্ত্রীর সম্পদের হিসেবনিকেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ তাঁর গোটা মন্ত্রিসভা নিজস্ব সম্পত্তির হিসেবনিকেশ দিয়েছে। এ ব্যাপারে খুঁটিনাটি জানা যাবে www.pmindia.gov.in-এ।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রয়েছে নগদ ৩১,৪৫০ টাকা। এ বছর ৩০ জুন পর্যন্ত তাঁর সম্পত্তির মূল্য ছিল ২.৮৫ কোটি টাকা, গত বছরের তুলনায় যার মূল্য বেড়েছে ৬ লাখ। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্পত্তি শেয়ার বাজারে মন্দার কারণে কমেছে। মোটামুটি একই আছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সম্পত্তির বাজারদর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ তাঁর গোটা মন্ত্রিসভা নিজস্ব সম্পত্তির হিসেবনিকেশ দিয়েছে। এ ব্যাপারে খুঁটিনাটি জানা যাবে www.pmindia.gov.in-এ। প্রধানমন্ত্রী এ বছরের ৩০ জুন পর্যন্ত সম্পত্তির হিসেব দিয়েছেন, অন্যান্যরা হিসেব দিয়েছেন ৩১ মার্চ পর্যন্ত।
প্রধানমন্ত্রী তাঁর সম্পত্তির যাবতীয় হিসেবনিকেশ ওয়েবসাইটে দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, তাঁর হাতে নগদ রয়েছে ৩১,৪৫০ টাকা। ব্যাঙ্কে রয়েছে ৩,৩৮০০০ টাকা। ফিক্সড ডিপোজিট ১ কোটি ৬০ লক্ষ ২৮ হাজার ৩৯ টাকা। পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস স্কিমে আছে ৮,৪৩,১০৯ টাকা। জীবনবিমা রয়েছে ১,৫০,৯৫৭ টাকার। ট্যাক্স ফ্রি বন্ডের দাম ২০,০০০ টাকা। গাঁধীনগরে তাঁদের যে স্থাবর সম্পত্তি রয়েছে, তার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। সম্পত্তির অবশ্য সবটা তাঁর নামে নেই, ২৫ শতাংশের তিনি মালিক। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ২ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে। ৩৫ লাখ টাকার রিটার্নও পেয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে রয়েছে ১৫,৮১৪ টাকা। ব্যাঙ্কে রয়েছে ১ কোটি ৪,০০০ টাকা। ফিক্সড ডিপোজিট ২,৭৯,০০০ টাকার। বিমা ও পেনশন পলিসির দাম ১৩,৪৭,০০০ টাকা। তাঁর কাছে আরও আছে ৪৪,৪৭,০৩৫ টাকা। পূর্বপুরুষের থেকে পাওয়া সম্পত্তির ১২ কোটি ১০০০০০০ টাকা মূল্যের শেয়ার রয়েছে। এতে তাঁর নিজস্ব বিনিয়োগ ১ কোটি ৪০০০০০ টাকা। ৩১ মার্চ পর্যন্ত তাঁর শেয়ারের দাম ১৩ কোটি ৫ লাখ টাকা। গত বছর এই শেয়ারের দাম ছিল ১৭ কোটি ৯ লক্ষ টাকা। ১৫ লাখ ৭০,০০০ টাকার ঋণও রয়েছে তাঁর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement