![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
COVID-19 update : দেশে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই দেশে দ্রুত কমছে দৈনিক সংক্রমণ। মৃত্যুও হাজারের নীচে।
![COVID-19 update : দেশে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু COVID-19 update 29 June India reports 37,566 new cases in last 24 hours 907 deaths COVID-19 update : দেশে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/27/abe338f230f44e1b92c9e8606ecb8f98_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : দেশে দৈনিক সংক্রমণ কমল অনেকটাই। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৬ হাজার ১৪৮ জন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৫০ হাজার ৪০ জন। এনিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। আগের দিনে এই সংখ্যাটা ছিল ৯৭৯। এনিয়ে দেশে টানা দুই দিন মৃতের সংখ্যা থাকল হাজারের নীচে। দেশে কোভিডে মোট মৃত ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। এর আগের দিনে সুস্থতার সংখ্যা ছিল ৫৮ হাজার ৫৭৮ জন। এনিয়ে দেশে মোট সুস্থ ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন।
গত ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জন। আগের দিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪। তার আগের দিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩ জন।
এদিকে দেশজুড়ে জোর কদমে চলছে টিকাকরণ। টিকাকরণের হার নিয়ে সম্প্রতি সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। শঙ্কার আবহেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে একাধিক রাজ্যে। যদিও আশার আলো দেখাচ্ছে আইসিএমআর। দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ। সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন আইসিএমআরের এপিডেমিওলজি বিভাগের প্রধান। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. সমীরণ পণ্ডা বলেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে ভয়ানক এমন প্রমাণও মেলেনি। এদিকে দ্রুত সকলের ভ্যাকসিনেশনের জন্য দেশের সর্বত্র উদ্যোগ নেওয়া হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)