Doda Bus Accident : ৩০০ ফুট গভীরে ছিটকে পড়ল বাস, জম্মু কাশ্মীরের দোদায় ভয়াবহ বাস দুর্ঘটনা, বহু মৃত্যু
Jammu Bus Accident: ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। শেষ পাওয়া খবর অনুযায়ী আহত হয়েছেন ১৯ জন । প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা।
জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার দোদা জেলার (Jammu and Kashmir's Doda district ) আসার এলাকায় একটি বাস গভীর খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। শেষ পাওয়া খবর অনুযায়ী আহত হয়েছেন ১৯ জন । ছয়জনের অবস্থা আশঙ্কাজমক। এদের আঘাত গুরুতর ।
কোথায় ঘটে দুর্ঘটনা
কিশতওয়ার থেকে জম্মু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাঁচজন নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহতদের কিশতওয়ারের জেলা হাসপাতালে (District Hospital in Kishtwar and Government Medical College in Doda.) ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থা যাঁদের, তাঁদের দোদার সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে । তিনি আরও জানান, দোদা জেলা কমিশনার হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আহতদের সরিয়ে নিয়ে যেতে হেলিকপ্টার সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
পিটিআই সূত্রে খবর, আধিকারিকরা জানিয়েছেন, বাসটির নম্বর JK02CN-6555। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ৩০০ ফুট নিচে পড়ে যায়।
দুঃখপ্রকাশ মোদি - শাহর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণাও করেছেন। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও।
VIDEO | Several people feared dead after a bus, travelling from Kishtwar to Jammu, plunged into a deep gorge in Assar area of the Doda district of Jammu and Kashmir earlier today.
— Press Trust of India (@PTI_News) November 15, 2023
(Source: Third Party) pic.twitter.com/JiYR1kvfoT
Deeply anguished to learn about the loss of precious lives due to a tragic bus accident at Doda, Jammu and Kashmir. The local administration is conducting the rescue operation in the gorge where the bus had the accident. My heartfelt condolences to the families of the deceased…
— Amit Shah (@AmitShah) November 15, 2023