Donald Trump Visa: ভারতীয়দের নিয়োগে বাধা? H-1B ভিসাকে আরও দামি করে দিলেন ট্রাম্প!
দুশ্চিন্তা বাড়ল আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের

নয়া দিল্লি: ২০২৫ সালের অক্টোবরের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পরীক্ষার নতুন সংস্করণ চালু হবে। এরই মধ্যে দুশ্চিন্তা বাড়ল আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের। H-1B ভিসাকে আরও দামি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার থেকে এই ভিসা পেতে হলে গুণতে হবে ১ লক্ষ মার্কিন ডলার। আমেরিকায় কাজ পেতে প্রচুর ভারতীয় যান। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও। 'এবার থেকে বিদেশের অত্যন্ত দক্ষ কর্মীরাই শুধু কাজের সুযোগ পাবেন', নতুন নিয়মের ফলে আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষিত হবে, জানিয়েছে হোয়াইট হাউস।
আউট সোর্সিং রুখতে এবং দেশে বেকারত্ব ঘোচাতে ট্রাম্পের এই পথ, মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ২,৩২,৯৭৪টি H-1B অনুমোদন প্রদান করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মশক্তিতে তাদের প্রাধান্যকে তুলে ধরে। পিউ রিসার্চ জানিয়েছে, ২০২৩ সালে অভিবাসনের সংখ্যা ১৬ লাখে পৌঁছেছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ এবং বর্তমানে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৪%, যা ১৯১০ সালের পর সর্বোচ্চ।
মার্কিন ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী, নতুন নীতিতে বিদেশি কর্মীদের চেয়ে আমেরিকায় সদ্য স্নাতক হওয়া শিক্ষার্থীদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে ভিসা ফি বাড়ানো হবে, যা প্রযুক্তিক্ষেত্রের সংস্থাগুলো সমর্থন করবে বলে তিনি মনে করেন। ট্রাম্প আরও বলেন, "প্রযুক্তি ক্ষেত্র এই পরিবর্তনের পক্ষে থাকবে এবং নতুন ভিসা ফি নিয়ে তারা খুবই খুশি হবে।"
মার্কিন অভিবাসন বিভাগের আইনজীবী জাথ সাও জানিয়েছেন, রাজস্ব বিভাগের মতে নির্ধারিত কাজের বাইরে অন্য ক্ষেত্র থেকে আয় করার অর্থ বিদেশিরা কর ফাঁকি দিচ্ছেন। H-1B ভিসায় আমেরিকায় চাকরিসূত্রে আসা অনেকে অন্যান্য ক্ষেত্র থেকেও আয় করেন। এমনটা হলে তাঁদের দেশ থেকে বহিষ্কার করার করা হতে পারে। পাশাপাশি ভিসার মেয়াদ না বাড়িয়ে আজীবনের জন্য আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।






















