Elon Musk: 'আমার সময় শেষ হল', ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়াচ্ছেন ইলন মাস্ক, প্রেসিডেন্টের সঙ্গে মনোমালিন্য?
দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর মাস্ককে নিজের অন্যতম পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছিলেন ট্রাম্প।

নয়া দিল্লি: ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। সরে আসার খবর জানানোর পাশাপাশি এও বার্তা দেন ইলন মাস্ক যে, তাঁর ‘নির্ধারিত সময়সীমা’ শেষ হল। ইতিমধ্যে হোয়াইট হাউসের এক অফিসার বুধবার রয়টার্সকে জানান, ইলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন। আজ রাত থেকেই এ প্রক্রিয়া শুরু হবে।
দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর মাস্ককে নিজের অন্যতম পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছিলেন ট্রাম্প। মাস্কের জন্য তৈরি হয়েছিল আলাদা একটি দফতর- সরকারি দক্ষতা বিষয়ক দফতর। মার্কিন প্রশাসনের ‘অপ্রয়োজনীয় ব্যয়’ কমিয়ে বা বন্ধ করে আর্থিক সাশ্রয়ই ছিল এই দফতরের মূল কাজ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মিবহর কমানো ছিল এই বিভাগের কাজ। এ নিয়োগ নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ৩০ মে। ১৩০ দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন মাস্ক। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ফেডারেল সরকারকে পুনর্গঠন এবং ব্যয়-কর্মী কমাতে ডিওজিইয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইলন মাস্ক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ডিওজিইয়ের কার্যক্রম আরও জোরদার হবে। সরকারের মাধ্যমে এটা জীবনের অংশ হয়ে উঠবে।
ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন বলেই পরিচিত ছিলেন তিনি। তবে মাস্কের এই আকস্মিক ঘোষণার নেপথ্যে কোন কারণ, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারও কারও দাবি, ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক নানা বিষয়ে মতান্তরের জেরেই মাস্কের এই সিদ্ধান্ত।
এই প্রশ্ন ওঠার কারণ অবশ্য আছে। জনকল্যাণমূলক কাজে সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি বিলে সই করেন ট্রাম্প। মাস্কের অবশ্য দাবি ছিল, এর ফলে রাজকোষ ঘাটতি আরও বাড়বে এবং তাঁর নিয়ন্ত্রণাধীন দফতরের কাজ বাধাপ্রাপ্ত হবে। বিল নিয়ে এই মতান্তরের জেরেই মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে গেলেন? এই প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন ইলন মাস্ক। তিনি লেখেন, ট্রাম্প প্রশাসনের ‘সরকারি দক্ষতা বিভাগের’ অংশ হিসেবে তাঁর বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়েছে।






















