নয়াদিল্লি: বেতনভোগী কর্মীদের পরিবারের জন্য সুখবর। কিছু না করেই EPFO থেকে পেতে পারেন ৭ লক্ষ টাকা। অনেক ক্ষেত্রে সরকার ঘোষণা করলেও তার খবর এসে পৌঁছয় না সবার কানে। সেই কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যান আমজনতা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সেই খবর আপনার কাছে পৌছব আমরা।
EPFO সদস্যদের জন্যই এই টাকা
আপনার যদি Employees Provident Fund Organization (EPFO)-তে অ্যাকাউন্ট থাকে তাহলে এই সুবিধা পাবেন। কিছু না করেই কেবল অ্যাকাউন্ট থাকার জন্য ৭ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ইপিএফও সদস্য। যে মেম্বাররা Employee Deposit Linked Insurance Scheme (EDLI)-এ নাম লিখিয়েছেন, তাদের পরিবার বিনামূল্যে ৭ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার পাবেন। এই টাকা মৃত্যুর পর EPFO সদস্যদের নমিনি দাবি করতে পারেন। তবে কেবল সরকারি কর্মচারীরাই নন
বেসরকারি কর্মীরাও এই ইনস্যুরেন্স কভার পেতে পারেন।
কীসের ওপর ভিত্তি করে এই টাকা ?
EDLI স্কিমে নাম লেখালেই EPFO সদস্যের নমিনি এই ইনস্যুরেন্স কভার ক্লেইম করতে পারবেন। সেই ক্ষেত্রে অসুস্থতা, দুর্ঘটনা ছাড়াও স্বাভাবিক কারণে EPFO সদস্যের মৃত্যু হলে সেই টাকা পাবেন নমিনি। সাম্প্রতিক নিয়ম অনুসারে, কোনও ব্যক্তি মৃত্যুর ১২ মাসের মধ্যে একের বেশি প্রতিষ্ঠানে চাকরি করলে তাঁর পরিবারও এই বিমার দাবি করতে পারেন।
কারা পেতে পারেন এই ৭ লক্ষ বিমার টাকা ?
EPFO সদস্যের মৃত্যু হলে তাঁর নমিনি এই টাকার দাবি করতে পারেন। নমিনি না থাকলে এই টাকার দাবিদার ব্যক্তির স্ত্রী। তিনি না থাকলে তাঁর অবিবিহিত কন্যা এই ক্লেইম করতে পারেন। এ ছাড়াও মৃত্ ব্যক্তির নাবালক পুত্র এই বিমার টাকা পেতে পারে। সব থেকে বড় বিষয়, এই বিমার জন্য কর্মীকে কোনও ধরনের টাকা দিতে হয় না।
কীভাবে আবেদন করবেন টাকার জন্য ?
এই সুবিধা পেতে গেলে মৃত্যের পরিবারকে ইনস্যুরেন্স কভার ও ফর্ম ৫ পূরণ করে জমা দিতে হবে নিয়োগকর্তার কাছে। নিয়োগকারী সেই ফর্ম যাচাই করবেন। কোনও কারণে নিয়োগকর্তাকে না পাওয়া গেলে সেই ক্ষেত্রে এই ফর্ম গেজেটেড অফিসার, ম্যাজিস্ট্রেট, গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান, পুরসভার সদস্য অ্যাটাসটেড করতে পারেন।
আরও পড়ুন : PPF Update: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, পোস্ট অফিসে না গিয়েই তুলুন PPF-এর টাকা