এক্সপ্লোর
Advertisement
Farmers protest live updates: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা
পঞ্জাবের কৃষকদের আগুয়ান হতে দেখে সাবধান হয়েছে হরিয়ানার মনোহরলাল খাট্টার সরকার। পঞ্জাব ও দিল্লি বরাবর রাজ্যের সীমানা পুলিশ দখল করে নিয়েছে।
LIVE
Background
নয়াদিল্লি: কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের বিশাল মিছিল এগোচ্ছে দিল্লির দিকে। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পঞ্জাবের কৃষক সংগঠনগুলি আজ ও কাল দিল্লি চলো-র ডাক দিয়েছে। তবে কৃষক সংগঠনগুলির অভিযোগ, দিল্লি রওনা দেওয়া ৪০টি ট্রাক্টর হরিানা সরকার রাজ্যের সীমানায় আটকে দিয়েছে।
পঞ্জাবের কৃষকদের আগুয়ান হতে দেখে সাবধান হয়েছে হরিয়ানার মনোহরলাল খাট্টার সরকার। পঞ্জাব ও দিল্লি বরাবর রাজ্যের সীমানা পুলিশ দখল করে নিয়েছে। তবে হরিয়ানা সীমানায় পৌঁছে গিয়েছেন পঞ্জাবের কৃষকরা। তাঁরা সঙ্গে নিয়েছেন তরিতরকারি, জলের ট্যাঙ্কার, জ্বালানির কাঠ, এমনকী রান্নার লোকও।
13:07 PM (IST) • 05 Dec 2020
বৈঠকের জন্য কৃষকরা রওনা দিলেন বিজ্ঞান ভবনের দিকে।
12:21 PM (IST) • 05 Dec 2020
কৃষক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ ব্যক্ত করলেন, বেলা দুটোর সময় কৃষকদের সঙ্গে কেন্দ্রের পঞ্চম দফা বৈঠক।
12:20 PM (IST) • 05 Dec 2020
11:33 AM (IST) • 05 Dec 2020
কেন্দ্র দাবি না মেটালে ৮ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল, যন্তর মন্তরে ছাউনি, হুমকি কৃষকদের
কিষাণ মহাপঞ্চায়েত হুঁশিয়ারি দিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ৮ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে আসবেন রাজস্থানের কৃষকরা, তারপর ক্যাম্প করবেন যন্তর মন্তরে। কিষাণ মহাপঞ্চায়েতের নেতা রামপাল জাঠ বলেছেন, তিনটি কালা কানুনই কেন্দ্রকে প্রত্যাহার করতে হবে, লিখিতভাবে জানাতে হবে মিনিমাম সাপোর্ট প্রাইস বহাল থাকবে।
কিষাণ মহাপঞ্চায়েত হুঁশিয়ারি দিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ৮ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে আসবেন রাজস্থানের কৃষকরা, তারপর ক্যাম্প করবেন যন্তর মন্তরে। কিষাণ মহাপঞ্চায়েতের নেতা রামপাল জাঠ বলেছেন, তিনটি কালা কানুনই কেন্দ্রকে প্রত্যাহার করতে হবে, লিখিতভাবে জানাতে হবে মিনিমাম সাপোর্ট প্রাইস বহাল থাকবে।
11:31 AM (IST) • 05 Dec 2020
কৃষক বিক্ষোভ নিয়ে আজ দুপুরে তৃণমূল-অকালি দল বৈঠক। দুপুর ১টায় তৃণমূল ভবনে বৈঠক হবে। উপস্থিত থাকবেন অকালি দলের ৩ সাংসদ। তৃণমূলের তরফে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন। আগামীদিনে কৃষক আন্দোলনের রূপরেখা তৈরি করতেই এই বৈঠক। অকালি নেতা প্রেমসিং চন্দু মাজরার নেতৃত্বে কলকাতায় এসেছে তিন সদস্যের প্রতিনিধি দল। গতকাল আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement