কলকাতা: খাবার খাওয়ার পর মুখশুদ্ধি খেতে খেতে বেরিয়ে এসেছিলেন রেঁস্তরার বাইরে। কিন্তু সেটি মুখে দিতেই বিপত্তি। প্রথমে জ্বালা জ্বালা ভাব, তার পর মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। পাঁচ বন্ধুর কেউ কেউ সেখানেই বমি করে ফেলেন। একটি মুখশুদ্ধির জেরেই তাদের শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়। ঘটনাটি গুরুগ্রামের লাফরেস্তা ক্যাফের। সেক্টর ৯০-এর ওই ক্যাফের বাইরে হঠাৎই মুখশুদ্ধি খেয়ে অসুস্থ হয়ে পড়েন পাঁচ বন্ধু। পুলিশকে ফোন করা হয় সঙ্গে সঙ্গে। পাঁচজনের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী ছিল মুখশুদ্ধিতে ?
শনিবার রাতে লাফরেস্তা ক্যাফেতে নৈশভোজ সারতে গিয়েছিলেন ওই পাঁচ বন্ধু। খাবার খেয়ে বেরিয়ে এসে মুখশুদ্ধিটি মুখে পোরেন তারা। কিন্তু তার সঙ্গে সঙ্গেই মুখে অসহ্য জ্বলুনি ও রক্তবমি হতে শুরু করে। সংবাদমাধ্যম পিটিআই-এর খবর অনুযায়ী, গ্রেটার নয়ডার বাসিন্দা অঙ্কিত কুমার এই ব্যাপারে। অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, মুখশুদ্ধির মধ্যে ড্রাই আইস অর্থাৎ শুষ্ক বরফ মেশানো ছিল।
ড্রাই আইস কী ?
দুর্ঘটনার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচজনের মধ্য়ে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই মুখশুদ্ধির প্যাকেট চিকিৎসককে দেখিয়েছিলেন অভিযোগকারীদের একজন। চিকিৎসক দেখেই জানান সেটি ড্রাই আইস। এটি আদতে একরকমের অ্যাসিড। যার থেকে মৃত্যুও হতে পারে।
পুলিশের মামলা
অভিযোগের বিরুদ্ধে রেঁস্তরা মালিকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে পুলিশ। রবিবার ৩২৮, ১২০-খ ধারায় মামলা করা হয় রেঁস্তরা মালিক খেরকি দৌলার বিরুদ্ধে। স্টেশন হাউজ অফিসার ইনস্পেকটর সংবাদমাধ্যমকে বলেন, ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে রেঁস্তরা মালিকের বিরুদ্ধে।
বিহারের ভোজপুরেও ঘটে এমন এক ঘটনা
কিছুদিন আগে বিহারের ভোজপুরেও প্রায় একই ঘটনা ঘটে। সেখানে খাবার থেকে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি করতে হয় বেশ কয়েকজনকে। ভোজপুরের একটি বিয়েবাড়িতে নিমন্ত্রণ খাওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়েন ৫০ জন। তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে জানা যায় খাবার থেকে বিষক্রিয়া হয়েছে। ঘটনাটি সোমবারের। প্রাথমিক চিকিৎসা করতে হয় সকলকেই। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়।