এক্সপ্লোর
Advertisement
উন্নাও ধর্ষণ: অভিযোগকারিণীর বাবার হত্যা, কুলদীপ সেঙ্গারের ১০ বছরের জেল
সেঙ্গারের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিয়োগ উঠেছে। ২০১৭ সালে অন্য একটি ধর্ষণের মামলায় গত বছর ২০ ডিসেম্বর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় একটি আদালত।
নয়াদিল্লি: উন্নাও ধর্ষণের অভিযোগকারিণীর বাবার হত্যা মামলায় বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সেঙ্গারের ১০ বছর জেল হল। এই মামলায় ৪ তারিখ কুলদীপ সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করে দিল্লির তিসহাজারি আদালত। ২০১৮-র ৯ এপ্রিল পুলিশ হেফাজতে ওই ব্যক্তির মৃত্যু হয়।
শুনানি চলাকালীন কুলদীপ সেঙ্গার বলেছিলেন, দোষ করে থাকলে তাঁর ফাঁসি হোক, চোখে অ্যাসিড ঢেলে দেওয়া হোক। তিনি নিজেই নিজের হয়ে সওয়াল করেন, দাবি করেন, অভিযোগকারিণীর বাবার খুনে তাঁর হাত ছিল না। যদিও সেই দাবি খারিজ করে দেয় আদালত, যদিও বলে, ওই খুন অনিচ্ছাকৃত। যে সাতজনকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়, তাদের মধ্যে সেঙ্গার ছাড়াও ছিল বিনীত মিশ্র, বীরেন্দ্র সিংহ, শশীপ্রতাপ সিংহ, সুমন সিংহ ও অতুল সেঙ্গার। এই অতুল আবার কুলদীপ সেঙ্গারের ভাই। অপরাধমূলক ষড়যন্ত্র, অন্যায়ভাবে আটকে রাখা ও অনিচ্ছাকৃত খুনের অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়। তবে প্রমাণের অভাবে ছাড়া পান কনস্টেবল আমির খান, শৈলেন্দ্র সিংহ, রামশরণ সিংহ ও সারদাবীর সিংহ।
সেঙ্গারের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিয়োগ উঠেছে। ২০১৭ সালে অন্য একটি ধর্ষণের মামলায় গত বছর ২০ ডিসেম্বর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় একটি আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement