Girl Dance Video Viral Madhuri Dixit Responds মেঠো রাস্তায় কিশোরীর নাচ...মুগ্ধ মাধুরীর ভিডিও শেয়ার
গ্রাম্য় কিশোরীর নাচে মুগ্ধ বলিউড বিউটি মাধুরী দিক্ষিত...
কয়ের দশক ধরে ভক্তদের মনে তাঁর অনায়াস যাতায়াত। তাঁর নাচের তালে মাতোয়ারা গোটা দুনিয়া। তিনি বলিউডের বিউটি কুইন মাধুরী দীক্ষিত। তবে এবার প্রকাশ্য়ে এল এক অবাক করা খবর। স্বয়ং মাধুরী দীক্ষিত নাকি একজনের নাচে মুগ্ধ। মুগ্ধতা এতটাই যে নিজের টুইটারেও তিনি শেয়ার করে ফেলেছেন সেই ভিডিও। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন," বাহ,দুর্দান্ত, ! সে এত সুন্দর করে নাচছে। আবিষ্কারের জন্য অনেক প্রতিভা অপেক্ষা করছে। "
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে নানা শৈল্পিক প্রতিভার বিকাশ দেখা যায়৷ সেইরকম ভিডিও দেখে মানুষ মুগ্ধ হয়ে যান৷ এই সামাজিক প্ল্যাটফর্ম আসার পর থেকে পাশের ঘরের মেয়ে বা ছেলেটিও হয়ে উঠতে পারেন তারকা৷ সেরকমই এই নাচের ভিডিওটি আগেই ভাইরাল(Viral Video) হয়েছিল ৷ এই কিশোরীর নাচ এতটাই ভাললাগে মাধুরীর যে তিনি তাঁর মাইক্রো-ব্লগিং সাইটে 9.4 মিলিয়ন অনুগামীদের সাথে ভিডিওটি ভাগ করে নেন। আর বলি ডিভা সেটি শেয়ার করার পরই ঝড়ের গতিতে তা সুপার ভাইরাল হয়ে যায়।
২.২০ মিনিটের ভাইরাল ক্লিপটিতে, একটি মেয়েকে কমলা কুর্তি এবং নীল লেহেঙ্গা পরে গ্রামে চাষের জমিতে নাচতে দেখা গেছে। ক্লিপটি মূলত রাগগিরি নামে একটি সংস্থা ভাগ করে নিয়েছিল। এই সংস্থা মূলত ক্লাসিকাল সংগীত প্রচার করে থাকে। ভাইরাল ভিডিওতে মেয়েটিকে ১৯৫৭ সালে সুনীল দত্ত ও নার্গিস অভিনীত মাদার ইন্ডিয়ার ঘুঙ্ঘাট নাহি খোলোঙ্গি সাইয়াঁ গানে নাচতে দেখা যায়। ভিডিওতে নেই কোনও প্রাচুর্যের ছোঁওয়া৷ গ্রামের পথে একটি মেয়ে স্থানীয় ঘাঘরা ও টপ পরেই নাচতে শুরু করেছে৷ পাশেই ক্ষেতে কাজ করছেন স্থানীয় মহিলারা ৷ তাঁরাও মেয়েটির নাচ দেখতে দেখতেই কাজ করছেন ৷ আর মেয়েটি মন খুলে নেচে চলেছে৷ শরীরী বিভঙ্গ ও নাচের মুদ্রা সবই যেন তুখোড়৷
ভিডিও শেয়ার হওয়া মাত্রই নেটিজেনরা মজেছেন মেয়েটির অপূর্ব নাচের প্রতিভাকে কুর্নিশ জানাতে৷
এই ভিডিওতে ইন্টারনেটে কী প্রতিক্রিয়া?
ভিডিওটি ইতিমধ্য়েই 193.3k এর বেশি ভিউ অর্জন করতে সক্ষম হয়েছে। অনেকে মেয়েটির এবং তার অবিশ্বাস্য প্রতিভার প্রশংসা করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, "ভারতের আসল প্রতিভা (sic)"। আরেকজন মন্তব্য করেছিলেন, "সুন্দর! কী নৃত্যশিল্পী। ঈশ্বর তার মঙ্গল করুক।
Education Loan Information:
Calculate Education Loan EMI