এক্সপ্লোর
ধনতেরাসের বিক্রিবাটায় বাড়ল সোনার দাম, রুপোও বাড়বে বলে আশা
আগের সেশনের থেকে সোনার দাম ০.৭৬ শতাংশ অর্থাৎ ৩৮০ টাকা বেড়েছে। রুপোর দাম বেড়েছে ০.২৮ শতাংশ।

কলকাতা: আন্তর্জাতিক বাজারের মত ঘরোয়া সোনারুপোর বাজারেও দাম ওঠাপড়া চোখে পড়ছে। এমসিএক্সে আজ সোনার দাম ০.০ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে হয়েছে ৫০,৬৩৫ টাকা। রুপোর দাম অবশ্য ০.২ শতাংশ কমেছে, হয়েছে কেজি প্রতি ৬২,৬১৫ টাকা। আগের সেশনের থেকে সোনার দাম ০.৭৬ শতাংশ অর্থাৎ ৩৮০ টাকা বেড়েছে। রুপোর দাম বেড়েছে ০.২৮ শতাংশ। ধনতেরাসে ভারতীয় বাজারে সোনার দাম চলছে ৫১,০০০ থেকে ৫৩,০০০ টাকা প্রতি ১০ গ্রাম। আগের ধনতেরাসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৮,০৯৬ টাকা, অর্থাৎ প্রায় ৩৫ শতাংশ দাম বেড়েছে। রুপোর দাম কেজি প্রতি হয়েছে ৬২,০০০ টাকা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ভারতের ম্যানেজিং ডিরেক্টর সোমসুন্দরম পিআর বলেছেন, কিছুদিন ধরে মানুষের মধ্যে সোনা কেনার চাহিদা বেড়েছে। বাড়ছে ক্রেতার সংখ্যা। তবে গত বছরের তুলনায় বিক্রি এখনও তেমন হয়নি, যদিও সোনার যাঁরা সংগঠিত ব্যবসায়ী তাঁদের ভাল লাভের সম্ভাবনা। ডিজিটাল গোল্ড ও এ ধরনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বালই কেনাকাটা হতে পারে। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান অনন্ত পদ্মনাভন বলেছেন, বাজার ধীরে ধীরে মন্দা কাটিয়ে উঠছে। ক্রেতাদের চিন্তাভাবনা এখন ইতিবাচক, মানুষ গয়নার তুলনায় সোনার ইনভেস্টমেন্ট মার্কেটে বেশি আকৃষ্ট হচ্ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















