এক্সপ্লোর
Advertisement
ভারতীয় নৌবাহিনীতে ইতিহাস, যুদ্ধজাহাজে ‘অবজারভার’ নিযুক্ত ২ মহিলা অফিসার
নৌবাহিনীর বিভিন্ন পদে মহিলাদের নিয়োগ করা হলেও ফিক্সড উইং এয়ারক্র্যাফটে এতদিন তাঁদের জায়গা ছিল না। সেই বাধাও পেরিয়ে গেলেন এই দুজন।
নয়াদিল্লি: ইতিহাস গড়ে ভারতীয় নৌবাহিনীতে এই প্রথম ‘অবজারভার’ (এয়ারবোর্ন ট্যাকটিশিয়ান) হিসাবে হেলিকপ্টার শাখায় যোগ দিলেন দুই মহিলা অফিসার। সাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী, সাব লেফটেন্যান্ট রিতি সিংহ দুজনেই আজ এই পদে যোগ দিয়েছেন। আগে নৌবাহিনীর বিভিন্ন পদে মহিলাদের নিয়োগ করা হলেও ফিক্সড উইং এয়ারক্র্যাফটে এতদিন মহিলাদের জায়গা ছিল না। সেই বাধাও পেরিয়ে গেলেন এই দুজন। এর ফলে সামনের সারির যুদ্ধজাহাজে মহিলাদের নিয়োগের রাস্তা প্রশস্ত হল। এঁরা নৌজাহাজের ডেক থেকে অপারেট করবেন। এখনও পর্যন্ত মহিলাদের অনুমতি সীমাবদ্ধ কেবলমাত্র ফিক্সড উইং এয়ারক্র্যাফটেই।
Rear Admiral Antony George highlighted the fact that it is a landmark occasion wherein for the first-time women are going to be trained in helicopter #operations paving the way for #deployment of #women in frontline warships of @indiannavy. #MondayMotivation #India pic.twitter.com/a1zIU861Yg
— Indian Navy (@indiannavyfp) September 21, 2020
নৌবাহিনীর ১৭ জন অফিসারের মধ্যে এঁরাও রয়েছেন। ১৭ অফিসারের মধ্যে ৪ জন মহিলা। তার মধ্যে তিনজন উপকূল রক্ষী বাহিনীতে নিয়োজিত। আইএনএস গারুদায় আজ এক অনুষ্ঠানের মাধ্যমে কুমুদিনী, রিতিকে অবজারভার নিয়োগ করা হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন রিয়ার অ্যাডমিরাল অ্যান্টনি জর্জ। তিনি এই সম্মাননা দেন। তিনি বলেন, এ এক ঐতিহাসিক মুহূর্ত কেননা এই প্রথম মহিলাদের হেলিকপ্টার অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হবে যা ভারতীয় নৌবাহিনীর সামনের সারির যুদ্ধজাহাজে তাঁদের পা রাখার পথ প্রশস্ত করবে।
১৭ জন অফিসারের মধ্যে ১৩জন রেগুলার ব্যাচের অফিসার বাকি চারজন শর্ট সার্ভিস কমিশন ব্যাচের অফিসার। এয়ার নেভিগেশন, উড়ানের পদ্ধতি, বিমান যুদ্ধে নিযুক্ত কৌশল, সাবমেরিন বিরোধী যুদ্ধে প্রশিক্ষণ নিয়েছেন এই দুই অফিসার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement