Journalist Arrest News: ভুয়ো খবরের সত্যতা জানানো অপরাধ নয়, সাংবাদিকের মুক্তি চেয়ে সরব অ্যামনেস্টি ইন্ডিয়া
Mohammed Zubair: দেশের অন্দরে নানা মহল থেকে আগেই আওয়াজ উঠেছিল। এবার অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরের অবিলম্বে মুক্তি চেয়ে সুর চড়াল অ্যামনেস্টি ইন্ডিয়া।
নয়াদিল্লি: দেশের অন্দরে নানা মহল থেকে আগেই আওয়াজ উঠেছিল। এবার অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরের (mohammed zubair) অবিলম্বে মুক্তি (release) চেয়ে সুর চড়াল অ্যামনেস্টি ইন্ডিয়া (amnesty india)। তাদের বক্তব্য একটাই। ভুয়ো খবরের (fake news) সত্যতা প্রকাশ করা কোনও অপরাধ হতে পারে না। কাজেই বিনা শর্তে ছাড়া হোক ওই সাংবাদিককে।
কেন গ্রেফতারি?
ধর্মীয় ভাবাবেগে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মহম্মদ জুবেইর। ২০১৮ সালে তাঁর একটি টুইটের জেরে জুবেইরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। হালে সেই মামলায় তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয় উত্তরপ্রদেশে। এর মধ্যে দিল্লি পুলিশের এফআইআরটি ছাড়াও উত্তরপ্রদেশের সীতাপুরে দায়ের হওয়া একটি পুরনো টুইট মামলায় অল্ট নিউজ প্রতিষ্ঠাতাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তার পরও ছবিটা নানা আইনি কারণে বদলায়নি। তবে প্রতিবাদের স্বর শোনা গিয়েছে। দেশের অন্দরের পাশাপাশি বাইরে থেকেও এ নিয়ে সমালোচনার মুখে পড়ে কেন্দ্র। সাংবাদিকতায় বাধা দেওয়ার অভিযোগে সরব হয় জার্মানি।
কী বলেছিল জার্মানির বিদেশমন্ত্রক:
মহম্মদ জুবেইরের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছিলেন জার্মানির বিদেশমন্ত্রকের মুখপাত্র। বলেছিলেন, 'বাধাবিঘ্নহীন সাংবাদিকতা যে কোনও সমাজের জন্য উপকারী। উল্টো দিকে, তাতে কোনও বাধা উদ্বেগের কারণ। সাংবাদিকরা যা বলছেন এবং করছেন তার জন্য নির্যাতন বা গ্রেফতার করা উচিত নয় তাঁদের। আমরা ওই বিশেষ ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল। নয়াদিল্লিতে আমাদের দূতাবাস পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে।' মন্তব্যের কড়া প্রতিক্রিয়াও জানায় ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'এটি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। বিষয়টি কোর্টে রয়েছে। আমাদের বিচারবিভাগ স্বাধীন। এই ধরনের মন্তব্যে কোনও কাজের কাজ হবে না। এটা ঠিক নয়।' এবার সরব অ্যামনেস্টি ইন্ডিয়া।
আরও পড়ুন:'দ্রৌপদী মুর্মুকেই ভোট দিতে হবে' সাংবাদিক পরিচয়ে তৃণমূল বিধায়কদের হুমকির অভিযোগ