India Corona Update: দেশে ফের উদ্বেগজনক করোনা পরিস্থিতি, বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
Coronavirus Update: দেশে একদিনে সুস্থতার সংখ্যা ৭ হাজার ৯৮৫। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৮৪৮। একদিনে মৃতের হার ১.২১ শতাংশ।
নয়াদিল্লি: দেশে ফের উদ্বেগজনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি (Corona Update)। গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার পেরিয়ে গেল করোনা সংক্রমণ (Daily Corona Case)। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ২১৩। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮১৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৭০ হাজার ৫৭৭। দেশে একদিনে সুস্থতার সংখ্যা ৭ হাজার ৯৮৫। দেশে অ্যাক্টিভ কেসের (Active Covid Case) সংখ্যা ৪ হাজার ৮৪৮। একদিনে মৃতের হার ১.২১ শতাংশ। অন্যদিকে, গতকালের হিসেব অনুযায়ী রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা ১৯৮। সংক্রমণের হার ২.২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬১ জন। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-মৃত্যু হয়নি। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে এখন অ্যাক্টিভ কোভিড কেস ১১৭৪টি।
#COVID19 | India reports 12,847 new cases, 14 deaths & 7,985 recoveries, in the last 24 hours.
— ANI (@ANI) June 17, 2022
Active cases 63,063
Daily positivity rate 2.47% pic.twitter.com/C6pPVVarcW
এদিকে সংক্রমণের বাড়বাড়ন্তে রাজ্যে করোনা পরীক্ষা নিয়ে নতুন বিধি এনেছে স্বাস্থ্য দফতর। নয়া নিয়মে বলা হয়েছে, জ্বর নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হবেন, তাঁদের করাতেই হবে করোনা পরীক্ষা। পাশাপাশি, হাসপাতালে সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হলে করোনা পরীক্ষা জরুরি। খেয়াল রাখতে হবে, শরীরের অক্সিজেনের পরিমাণও। অক্সিজেনের মাত্রা ৯৪ এর নিচে থাকলে, জরুরি করোনা পরীক্ষা। গলা, নাক, শ্বাসযন্ত্রের অপারেশনের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
আরও পড়ুন: WB Corona Cases: সামান্য কমল দৈনিক সংক্রমণ, রাজ্যে কোভিড পরীক্ষায় নয়া বিধি