ইউটিউবে ভিডিও দেখে বাড়িতে সন্তান প্রসব কিশোরীর, মেয়ে অন্তঃসত্ত্বা, জানতেনই না বাবা-মা!
সন্তানের জন্ম দেওয়ার পর ওই কিশোরী তার ঘরের দরজা বন্ধ করে দেয়। তিন দিন এভাবে দরজা বন্ধ করেই ঘরে কাটায় সে।
মালাপ্পুরম (কেরল): কেরলে আঁতকে ওঠার মতো ঘটনা। বাড়িতেই ইউটিউবের ভিডিও দেশে সন্তানের জন্ম দিল ১৭ বছরের এক কিশোরী। আর ওই সময় বাড়িতেই ছিলেন তার বাবা-মা। কিন্তু মেয়ে যে অন্তঃসত্ত্বা, তা জানতেই পারেননি বাবা-মা। কেরলের মালাপ্পুরম জেলায় এই ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২০ অক্টোবর ওই কিশোরী ইউটিউবের ভিডিও দেখে সন্তান প্রসব করে। আর এর তিনদিন পর মেয়ের সন্তান প্রসবের কথা জানতে পারেন তার মা।ওই কিশোরীর মা দৃষ্টিশক্তিহীন বলে জানা গেছে। প্রসবের পর ওই কিশোরীর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ঘটনার কথা জানতে পারেন তিনি।
সন্তানের জন্ম দেওয়ার পর ওই কিশোরী তার ঘরের দরজা বন্ধ করে দেয়। তিন দিন এভাবে দরজা বন্ধ করেই ঘরে কাটায় সে। তিনদিন পর পুরো ঘটনা তার মা জানতে পারার পর ওই কিশোরী ও সদ্যোজাতকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে দুজনেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে।
হাসপাতালের পক্ষ থেকে পুরো ঘটনা শিশু কল্যাণ কমিটিকে জানানো হয়। কমিটি এই ঘটনার কথা পুলিশকে জানায়।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরী জানিয়েছে যে, প্রতিবেশী এক ২১ বছরের যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কের ফলেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনার কথা জানানোয় ওই যুবক কিশোরীকে ইউটিউবে ভিডিও দেখে সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়া শিখে নেওয়ার পরামর্শ দেয়।
শিশু কল্যাণ কমিটি কিশোরীর মা মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি সম্পর্কে কিছু না জানার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। একইসঙ্গে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই কিশোরীর মা দৃষ্টিশক্তিহীন। কিশোরীর বাবা সিকিউরিটি গার্ডের কাজ করেন এবং প্রতিদিন রাতে কাজের সূত্রে বাইরেই থাকেন।
কয়েকদিন ধরে ঘরের দরজা বন্ধ করেছিল ছিল কিশোরী। মা ভেবেছিলেন, মেয়ে হয়ত অনলাইনে ক্লাস করছে। সেজন্য এভাবে ঘরেই রয়েছে। পুলিশ বলেছে, অভিযুক্ত যুবক পুরো পরিস্থিতির সুযোগ নিয়ে কিশোরীকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।