Savarkar News: গাঁধীজী ক্ষমাপ্রার্থনার পরামর্শ দিয়েছিলেন, এ কথা প্রমাণের নথি রয়েছে, বললেন সাভারকরের বংশধর
রঞ্জিৎ সাভারকর বলেছেন, কংগ্রেস বা বিরোধী দল কেন আপত্তি জানাচ্ছেন বা বিরোধিতা করছেন, তা আমার বোধগম্য হচ্ছে না।
Rajnath Singh On Savarkar: বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। এরইমধ্যে সাভারকরের এক বংশধর রঞ্জিৎ সাভারকর দাবি করেছেন, সাভারকরকে যে ব্রিটিশের কাছে ক্ষমা প্রার্থনার পরামর্শ মহাত্মা গাঁধী দিয়েছিলেন, তার প্রমাণ তাঁর কাছে রয়েছে। রঞ্জিৎ বলেছেন, তাঁর কাছে এমন নথি রয়েছে যাতে প্রমাণ হয়ে যাবে যে, গাঁধীজী সাভারকরকে পিটিশন দায়ের করার পরামর্শ দিয়েছিলেন। উল্লেখ্য, রাজনৈতিক মহলে রাজনাথের মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে আলোড়ন পড়ে গিয়েছে, সে ব্যাপারে রঞ্জিৎ বলেছেন, এ ব্যাপারে কারুর রাজনীতি করা উচিত নয়। তিনি বলেছেন,রাজনাথের ভাষণে যে কথা বলা হয়েছে, তা ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
Amit Shah Update: পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে বৈঠক অমিত শাহর, দলের রণকৌশল নিয়ে আলোচনা
সাভারকরের বংশধর বলেছেন, আমাদের কাছে এমন নথি রয়েছে, যার থেকে এটা প্রমাণ হয় যে, গাঁধীজী পিটিশন লেখার ব্যাপারে সাভারকরকে পরামর্শ দিয়েছিলেন। এ ব্যাপারে রাজনীতি করার কোনও প্রয়োজন নেই। রাজনাথের ভাষণের বক্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
রঞ্জিৎ সাভারকর বলেছেন, কংগ্রেস বা বিরোধী দল কেন আপত্তি জানাচ্ছেন বা বিরোধিতা করছেন, তা আমার বোধগম্য হচ্ছে না। ওয়েসি বলেছেন যে, বিজেপি ইতিহাস বিকৃত আকারে পেশ করছে। কিন্তু এতে তো ইতিহাস বিকৃত করার কোনও কথাই নেই। সাভারকরের নাম নিয়ে সবসময়ই রাজনীতি হয়। কিন্তু আমি চাই, এবার দেশের তরুণ প্রজন্মের সাভারকর সম্পর্কে সমস্ত সত্য তথ্য জানা দরকার এবং তার ডকুমেন্টেশন করে সর্বসমক্ষে রাখা উচিত।
উল্লেখ্য, রাজনাথ সিংহ বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে লেখা একটি গ্রন্থের প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি তাঁর ভাষণে বলেছিলেন, সাভারকরকে ইংরেজদের কাছে ক্ষমার পিটিশন লেখার জন্য গাঁধীজী পরামর্শ দিয়েছিলেন। রাজনাথের এই মন্তব্য ঘিরেই আপাতত সরগরম রাজনীতি। এই বিষয়টি নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।