Operation Ganga: ২২০ জন ভারতীয়কে নিয়ে হিন্দোন এয়ারবেসে পৌঁছল বায়ুসেনার দ্বিতীয় বিমান
Operation Ganga:আইএএফ সি-১৭ গতকাল বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে রওনা দিয়েছিল। হিন্দোন এয়ারবেসে পৌঁছনোর পর দেশে ফেরা ভারতীয়দের স্বাগত জানান প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী অজয় ভট্ট।
নয়াদিল্লি: ইউক্রেনে আটকে পড়া ২২০ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল ভারতীয় বায়ুসেনার বিমান। বায়ুসেনা সি-১৭, হেভি লিফ্ট ট্রান্সপোর্ট বিমান ইউক্রেন থেকে ২২০ জন ভারতীয় আজ হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করল। আইএএফ সি-১৭ গতকাল বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে রওনা দিয়েছিল। হিন্দোন এয়ারবেসে পৌঁছনোর পর দেশে ফেরা ভারতীয়দের স্বাগত জানান প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী অজয় ভট্ট। তিনি দেশে ফেরত ভারতীয়দের সঙ্গে কথাও বলেন।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, উদ্ধার কাজে যে বিমান ভারতীয়দের ফিরিয়ে এনেছে, পড়ুয়ারা অবতরণ করার পর সেই বিমান ফের উদ্ধারের কাজে পাঠানো হয়েছে। প্রত্যেক পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বিমানের যে কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন, তাঁদের অভিনন্দন জানাচ্ছি।
তিনি ট্যুইট করে বলেছেন, 'অবিরাম পরিশ্রম ও আমাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার সরকারের উদ্যোগে সহযোগিতার জন্য আমাদের আইএএফ-এমসিসি ক্রু ও পাইলটদের প্রতি কৃতজ্ঞ'। একইসঙ্গে ট্যুইটে হ্যাশট্যাগ দিয়েছেন ‘অপারেশন গঙ্গা’।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে ২০০ ভারতীয়কে নিয়ে হিন্দোন এয়ার বেসে অবতরণ করেছিল ভারতীয় বায়ুসেনার বিমান।
উল্লেখ্য, ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হয়েছে অপারেশন গঙ্গা। এই উদ্যোগের আওতায় ভারতীয়দের উদ্ধারের কাজ যোগ দিয়ে বায়ুসেনাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আমেরিকার সি-১৭ গ্লোবমাস্টার ও আইএল-৭৬ বিমান প্রায় ৪০০ যাত্রী নিয়ে সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। তালিবানরা আফগানিস্তান কব্জা করার পর কাবুল থেকে নাগরিক ও আধিকারিকদের ফেরাতে এই যাত্রী পরিবহণ বিমান খুব কাজে এসেছিল।
বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, এদিন হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ড থেকে নয়টি বিমান যাত্রা শুরু করেছে। এরমধ্যে ছয়টি বিমান খুব তাড়াতাড়িই পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া তিন হাজার ভারতীয়কে দেশে ফেরত আনা হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন তিনি।
সরকারের নির্দেশিকা জারির পর মোট ১৭ হাজার ভারতীয় ইউক্রেন ছেড়েছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটক ভারতীয় পড়ুয়াদের ফেরাতে অপারেশন গঙ্গার আওতায় উড়ানের সংখ্যা বাড়ানো হয়েছে।