Indian Defence: ১২০ কেজির বোমা বহন করে, ১০০ কিমি দূর থেকেই হবে লক্ষ্যভেদ ! শত্রু দেশের ঘুম ওড়াবে ভারতীয় বায়ুসেনার এই 'নতুন অস্ত্র'
Smart Anti-Airfield Weapon: এই স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড ওয়েপনটি সম্পূর্ণরূপে দেশেই তৈরি হয়েছে এবং এমনভাবে বানানো হয়েছে যাতে এর মাধ্যমে ১২০ কেজির বোমা বহন করা যায় সহজেই।

নয়াদিল্লি: এবার শত্রু দেশের ঘুম উড়বে ভারতের এই নতুন অস্ত্রে। দেশীয় পদ্ধতিতেই তৈরি হচ্ছে এই অস্ত্র। ভারতীয় বায়ুসেনা পাবে এই নতুন অত্যাধুনিক প্রযুক্তির (SAAW) দেশীয় স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) যে কোনও যুদ্ধবিমানে এই অস্ত্র সহজেই ইনস্টল করা যাবে এবং ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই।
ভারতীয় বায়ুসেনার তরফে স্মার্ট অ্যান্টি-ওয়ারফিল্ড ওয়েপনের এয়ার লঞ্চড গ্লাইড বোমা যা কিনা স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত হবে, এই বিষয়ে খুব শীঘ্রই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা হবে। এই অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে যে কোনও লক্ষ্যবস্তুকে ১০০ কিমি দূর থেকেই ধ্বংস করা সম্ভব। ১০০ কিমির অ্যাকিউরেসি সহ স্ট্রাইক রেঞ্জ রয়েছে এই অস্ত্রে। এএনআই সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে।
এই স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড ওয়েপনটি সম্পূর্ণরূপে দেশেই তৈরি হয়েছে এবং এমনভাবে বানানো হয়েছে যাতে এর মাধ্যমে ১২০ কেজির বোমা বহন করা যায় সহজেই। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এই অস্ত্র নির্মাণ করা হয়েছে। ১০০ কিমির হাই প্রিসিশনের গ্রাউন্ড টার্গেট স্ট্রাইক রেঞ্জ রয়েছে এতে। কম ওজনের এই অতি-মাত্রায় নির্ভুল গাইডেড বোমাটি বিশ্বমানের অস্ত্রগুলির মধ্যে অন্যতম। ডিআরডিও'র হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারতে এই অস্ত্র নির্মাণ সম্পূর্ণ হয়েছে। মূলত শত্রুপক্ষের রাডার, বাঙ্কার, ট্যাক্সি ট্র্যাক, রানওয়ে ইত্যাদি জায়গাগুলিতে আঘাত হানতে এই অস্ত্র তৈরি করা হয়েছে এবং এগুলিই মূলত গ্রাউন্ড এনিমি এয়ারফিল্ড অ্যাসেট বলে বিবেচিত হয়।
এই অস্ত্রটি পাকিস্তানের বালাকোট বিমান হামলায় ব্যবহৃত স্ট্যান্ড অফ অস্ত্রের মত অনেকটাই। যে সমস্ত ভারতীয় সেনাবাহিনী দূরপাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্রের সন্ধান করছে তাদের কাছে এই অস্ত্র অনেক সম্ভাবনার পথ খুলে দেবে এবং বলাই বাহুল্য পাকিস্তানি সন্ত্রাসবাদ ও সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় এই ক্ষেত্রে ভারত সাফল্যের প্রভূত আস্বাদ পেয়েছিল। আর এই আবহেই স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড এই অস্ত্রের প্রস্তাব নিয়ে এসেছে ডিআরডিও।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অন্যতম সফল প্রকল্প এটি। ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে জরুরি ক্রয় প্রক্রিয়ার অধীনে সেনাবাহিনীকে এই নতুন SAAW সরবরাহ করেছে ডিআরডিও। ভারতীয় বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য আরও কিছু দুরপাল্লার অস্ত্র ব্যবস্থা সহ নিজেদের সাজিয়ে তোলার চেষ্টা করে চলেছে ক্রমাগত।






















