ট্রেন্ডিং

কেরলে এক সপ্তাহ আগেই বর্ষা, বাংলায় নিম্নচাপের ভ্রুকুটি

Weather Update: কেরলে এক সপ্তাহ আগেই বর্ষা, আরব সাগরে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ, রাজ্যের সব জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা ! ৩০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও..

'আমাদের লাইফলাইন, ক্ষুধায় মরে যেতে পারি', সিন্ধু জলচুক্তি স্থগিতকে 'ওয়াটার বোমা' নিক্ষেপ হিসাবে দেখছেন পাক সাংসদই !

সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি, জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতার, 'পাক-সন্ত্রাসের বিরুদ্ধে..'

আগামী সপ্তাহে বাংলা-বিহারে সভা মোদির, একনজরে সফরসূচি
বাড়ি ফিরছেন পাক-হেফাজত থেকে মুক্ত জওয়ান, রিষড়ার বাড়িতে অপেক্ষায় পরিবার
ওমরকে ছাড়ছেন? সামনের সপ্তাহের মধ্যে জানান, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
তাঁকে জনসুরক্ষা আইনে (পিএসএ) রাখা হয়েছে বলে গত ৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্র। সেই বিজ্ঞপ্তিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ওমরের বোন সারা পাইলট বলেছেন, এটা মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। তিনি হেবিয়াস কর্পাস পিটিশনও দায়ের করেছেন।
Continues below advertisement

নয়াদিল্লি: ফারুক আবদুল্লাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কবে আসছে তাঁর ছেলে ওমর আবদুল্লার পালা? জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতার বন্দিদশা থেকে মুক্তি হচ্ছে কবে, কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। কেন্দ্র গত বছরের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, গোটা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজনের সিদ্ধান্তের সময় থেকে তিনি গৃহবন্দি রয়েছেন।
তাঁকে জনসুরক্ষা আইনে (পিএসএ) রাখা হয়েছে বলে গত ৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্র। সেই বিজ্ঞপ্তিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ওমরের বোন সারা পাইলট বলেছেন, এটা মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। তিনি হেবিয়াস কর্পাস পিটিশনও দায়ের করেছেন।
কেন্দ্র ওমরকে মুক্তি না দিলে তাঁকে আটকে রাখার বিরুদ্ধে সারার পিটিশনটি বিবেচনার জন্য হাতে নেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রকে বলেছে, আপনারা কি ওমর আবদুল্লাকে শীঘ্রই ছাড়বেন না আমরা তাঁর আটক থাকার বিরুদ্ধে তাঁর বোনের পিটিশনের গ্রাহ্যতা খতিয়ে দেখব? সামনের সপ্তাহের মধ্যে জানান।
ওমরের বন্দিদশা ৬ মাস কাটার পর জম্মু ও কাশ্মীর প্রশাসন তাঁকে পিএসএ-তে আটকে রেখে দেওয়ার নির্দেশ দেয়। এই আইনে যে কাউকে দু বছরের বেশি আটকে রাখার ক্ষমতা আছে প্রশাসনের।
সারা নিজের পিটিশনে বলেছেন, ওমর শান্তির পক্ষে এবং এটা যে সত্য়ি, তার স্বপক্ষে ট্যুইট, প্রকাশ্যে বিবৃতিও আছে।
গত সপ্তাহেই গুপকার রোডের বাসভবনের বন্দিদশা থেকে ছাড়া পেয়ে বাইরে এসেছেন ফারুক। তিনি এনসি সভাপতিও। ওমরের মতোই তিনিও ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর গৃহবন্দি ছিলেন সাত মাস। বেরিয়ে এসে তিনি বাকি বন্দি নেতারা সবাই মুক্তি না পাওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক বিবৃতি দেবেন না বলে জানান। যদিও এনসি বিবৃতি দিয়ে তাঁর মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলের সহ সভাপতি ওমর সহ অন্য রাজনৈতিক নেতাদের ছেড়ে দিতেও কেন্দ্রীয় প্রশাসনকে আবেদন করে।
যদিও সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীর প্রশাসন ওমরকে আটক রাখার পদক্ষেপ সমর্থন করে তাঁর ‘অতীত আচরণ’র উল্লেখ করেছে, ছাড়া পেলে তার পুনরাবৃত্তি হতে পারে, এতে জনজীবনে শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে বলে সওয়াল করে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে