এক্সপ্লোর
Advertisement
'আগ্রাসী আখ্যা ভিত্তিহীন', প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় চিন
লাদাখে ফরওয়ার্ড পোস্টে সামরিক বাহিনীর জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে চিনকে সম্প্রসারণবাদী দেশ হিসেবে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করেই চিনকে এভাবে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: লাদাখে ফরওয়ার্ড পোস্টে সামরিক বাহিনীর জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে চিনকে সম্প্রসারণবাদী দেশ হিসেবে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করেই চিনকে এভাবে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর চিনও ভারতের প্রধানমন্ত্রীর লাদাখ সফরের প্রসঙ্গ না তুলেই পরোক্ষে বলেছে, এ ধরনের অভিযোগ 'ভিত্তিহীন ও অতিরঞ্জিত'।
চিন তাদের দূতাবাসের মুখপাত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে।
মোদি নাম না করে চিনকে আগ্রাসী বলার পরই পাল্টা ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, চিন তার ১৪টি প্রতিবেশী দেশের মধ্যে ১২টির সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সীমান্ত নির্ধারণ করেছে। তাই চিনকে আগ্রাসী বলা ভিত্তিহীন।
এদিন প্রধানমন্ত্রী সকালে ঝটিকা সফরে লাদাখে যান। সেখান থেকে সিন্ধু নদের তীরবর্তী ১১ হাজার ফুট উচ্চতায় অবস্থিত নিমু ফরোয়ার্ড পোস্টে যান তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফর সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করেছে।
প্রধানমন্ত্রী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) চিনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। গত ১৫ জুন গালওয়ান নদী উপত্যকায় সংঘর্ষস্থল থেকে এই এলাকা খুব বেশি দূরে নয়।
প্রধানমন্ত্রী সেনার ১৪ কোরের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, শত্রুপক্ষ আপনাদের তেজ ও পরাক্রম দেখেছে...দুর্বল কখনও শান্তির কথা বলতে পারে না। সাহসীরাই তা পারে।
প্রধানমন্ত্রী চিনকে কড়া বার্তা দিয়ে বলেছেন, ভারত এই সীমান্ত এলাকায় রাস্তা ও সেতু নির্মানের কাজ বন্ধ করবে না।
ভারতের এই পরিকাঠামো তৈরিই চিনের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সীমান্ত পরিকাঠামোর বরাদ্দ তিনগুণ বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকাগুলির উন্নয়ন হয়েছে। সীমান্তে রাস্তা ও সেতু তৈরির কাজ দ্রুতগতিতে হচ্ছে।
এর আগে চিনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকেও চিনের লাদাখ সফরের প্রতিক্রিয়া জানানো হয়। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘‘ভারত ও চিনের মধ্যে যোগাযোগ রয়েছে। উত্তেজনা কমানোর উদ্দেশ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। পরিস্থিতি ফের নতুন গতি পেতে পারে এমন কোনও ‘অ্যাকশন’ থেকে উভয়পক্ষেরই বিরত থাকা উচিত।’’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement