এক্সপ্লোর
Advertisement
ক্যাপিটল হিল বিক্ষোভে ভারতের তেরঙা! হতবাক টুইটার
যদিও ওই ব্যক্তি সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।
ওয়াশিংটন: বুধবার আমেরিকা ক্যাপিটল হিল হামলায় হাজার হাজার মার্কিন পতাকার ভিড়ে ভারতের জাতীয় পতাকাও দেখা গিয়েছে। এ নিয়ে বিস্ময়ে হতবাক সোশ্যাল মিডিয়া। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে তাঁর হাজার হাজার অনুরাগী কাল ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলা করেন।
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভোটে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু বিক্ষোভকারীদের দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ভোটের ফল বদলে দিতে হবে। এই দাবিতে তাঁরা ক্যাপিটল বিল্ডিংয়ে ঢুকে পড়ে অফিসে অফিসে হামলা চালান, জানালা দরজা ভাঙচুর করেন এবং লুঠপাট করেন গোটা বহুতল। এমনকী হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জনের মৃত্যুও হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ট্রাম্পের কঠোর সমালোচক অফিস অফ হাউস স্পিকার ন্যান্সি পেলোসির অফিস। এর মধ্যে সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছে অসংখ্য বিক্ষোভকারীদের মধ্যে আমাদের তেরঙার উপস্থিতি। একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ট্রাম্প সমর্থকদের ভিড়ে একজন রয়েছেন ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে। হাজার হাজার ব্যানার, মার্কিন পতাকার ভিড়ে রয়েছে ভারতের পতাকাও।
যদিও ওই ব্যক্তি সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা বরুণ গাঁধী। টুইট করে প্রশ্ন করেছেন, ওখানে ভারতীয় পতাকা কেন??? এই ঝামেলায় তো আমাদের যোগ দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নেই।
Why is there an Indian flag there??? This is one fight we definitely don’t need to participate in... pic.twitter.com/1dP2KtgHvf
— Varun Gandhi (@varungandhi80) January 7, 2021
শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীও টুইটারে পতাকা হাতে ওই ব্যক্তির সমালোচনা করেছেন। বলেছেন, যেই ওখানে ভারতীয় পতাকা ওড়াক, তার লজ্জা পাওয়া উচিত। অন্য দেশের এই হিংস্র অপরাধমূলক আচরণে আমাদের তেরঙা ব্যবহার করবেন না।
Whoever is waving this Indian flag should feel ashamed. Don’t use our tricolour to participate in such violent & criminal acts in another country. pic.twitter.com/CuBMkq9Siu
— Priyanka Chaturvedi (@priyankac19) January 7, 2021
আর একজন টুইট করেছেন, এখানে আমরা আমাদের জাতীয় পতাকা দেখতে পছন্দ করব না নিশ্চয়।
কমেডিয়ান বীর দাস আবার লিখেছেন, মার্কিন ক্যাপিটল হিলে জাতীয় পতাকা নাড়িয়ে চলা হে অচেনা ভারতীয় যুবক, কোথাও ভিড় মানেই সেখানে ক্রিকেট ম্যাচ হচ্ছে না!
Dear random Indian dude waving Indian flag at the #CapitolRiots
Every large crowd IS NOT A CRICKET MATCH!
— Vir Das (@thevirdas) January 7, 2021
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement