এক্সপ্লোর
Advertisement
ইরানের জেলগুলিতেও ছড়াচ্ছে করোনা ভাইরাস, সাময়িকভাবে ছাড়া হল ৭০,০০০ বন্দিকে
করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে এ মাসের ২০ তারিখ পার্সি নববর্ষ উপলক্ষে মাশাদ শহরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
দুবাই: ইরানের জেলগুলিতেও ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে মুক্তি দেওয়া হল ৭০,০০০ বন্দিকে। এমনই জানিয়েছেন বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি। তিনি আরও জানিয়েছেন, সমাজে যতক্ষণ না নিরাপত্তার অভাব তৈরি হচ্ছে, ততক্ষণ জেল থেকে বন্দিদের মুক্তি দেওয়া চলবে। তবে এই বন্দিদের কবে আবার জেলে ফিরিয়ে আনা হবে, সেটা জানাননি রাইসি।
ইরানের স্বাস্থ্যমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯৫ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। এই নিয়ে ইরানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭,১৬১। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৭। চিনের বাইরে ইরানেই সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। গতকালই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের কর্তা জাভেদ রেহমান জানান, ইরানের জেলগুলিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এরপরেই জেল থেকে বন্দিদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করা হল।
করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে এ মাসের ২০ তারিখ পার্সি নববর্ষ উপলক্ষে মাশাদ শহরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এবারের নববর্ষে সাধারণ মানুষকেও এক প্রদেশ থেকে অন্য প্রদেশে না গিয়ে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রক। তবে অনেকেই এই পরামর্শ উপেক্ষা করে রাস্তায় বেরোচ্ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement