এক্সপ্লোর
Advertisement
৫০-৫০ পরিস্থিতি ছিল, চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করার জন্য তৈরি হচ্ছিলেন, জানালেন বরিস জনসন
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ এপ্রিল জনসনকে ভর্তি করা হয় সেন্ট টমাস হাসপাতালে। ১২ এপ্রিল থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।
লন্ডন: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। এমনকী, তাঁর মৃত্যু হবে ধরে নিয়ে সে কথা ঘোষণা করার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন চিকিৎসকরা। আজ জনসন নিজেই এই কথা জানিয়েছেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ এপ্রিল জনসনকে ভর্তি করা হয় সেন্ট টমাস হাসপাতালে। ১২ এপ্রিল থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। বাবাও হয়েছেন। ছেলের নাম রেখেছেন তাঁর চিকিৎসা করা দুই চিকিৎসকের নামে।
ব্রিটেনের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জনসন জানিয়েছেন, ‘আমাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। লিটারের পর লিটার অক্সিজেন দিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা, কিন্তু তারপরেও অবস্থার বিশেষ বদল হচ্ছিল না। এই সময় চিকিৎসকরা আমার মৃত্যুর কথা ঘোষণা করার জন্য তৈরি হচ্ছিলেন। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছিলেন। কিন্তু আমার শারীরিক অবস্থা ভাল ছিল না। সুস্থ হচ্ছিলাম না বলে নিজের উপরেই রাগ হচ্ছিল। একসময় ৫০-৫০ পরিস্থিতি তৈরি হয়। তবে শেষপর্যন্ত আমি বেঁচে যাই।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘চিকিৎসকদের যত্নেই আমি সুস্থ হয়ে উঠেছি। কী পরিস্থিতি ছিল আমি বলে বোঝাতে পারব না। তবে এটুকু বলতে পারি, আমার খুব ভাল লেগেছে। এর আগে আমার নাক, আঙুল, কবজি, হাড় ভেঙেছে। কিন্তু কোনওদিন এরকম পরিস্থিতি তৈরি হয়নি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement