Jamia Millia University: মুসলিমদের নিয়ে বিতর্কিত প্রশ্ন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে! সাসপেন্ড অধ্যাপক, কী ছিল প্রশ্নে?
Muslim Question: ‘সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া’ বিষয়ের পরীক্ষায় ১৫ নম্বরের একটি প্রশ্ন ছিল- ‘উদাহরণ-সহ ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার সম্পর্কে আলোচনা করো।

নয়া দিল্লি: ফের একবার সংবাদ শিরোনামে উঠে এল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। অধ্যাপকের সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, জেএমআই এই বিষয়টি নিয়ে তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বিএ (অনার্স) সোশ্যাল ওয়ার্কের প্রথম সেমেস্টারের পরীক্ষায়। ‘সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া’ বিষয়ের পরীক্ষায় ১৫ নম্বরের একটি প্রশ্ন ছিল- ‘উদাহরণ-সহ ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার সম্পর্কে আলোচনা করো।’ এই প্রশ্নপত্রটি তৈরি করেন অধ্যাপক বীরেন্দ্র বালাজি শাহারে। আর এই প্রশ্নপত্রটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে।
এই প্রশ্নপত্রটি তৈরি করেন অধ্যাপক বীরেন্দ্র বালাজি শাহারে। যা নিয়ে ঝড় ওঠে সমালোচনার। এদিকে, এই প্রশ্ন নিয়ে অভিযোগ জমা পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তারপরই বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয়, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এমনকী কোনও সদস্যের অবহেলা এবং অসাবধানতাকেও গুরুতরভাবে দেখা হচ্ছে।
এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারিভাবে জানিয়েছে, 'বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তার প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অধ্যাপককে সাসপেন্ড হয়ে থাকতে হবে।' একইসঙ্গে অ্যাকাডেমিক দায়িত্ব এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার জন্যই এমন পদক্ষেপ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
এনডিটিভি-কে বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন, 'বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তার রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অধ্যাপককে সাসপেন্ড হয়ে থাকতে হবে।' এছাড়া এও বলা হয়, "স্থগিতাদেশের সময়কালে অধ্যাপক শাহারের সদর দপ্তর নয়াদিল্লিতে থাকবে এবং তিনি উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না"।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা X-এর উপর স্থগিতাদেশের নোটিশ শেয়ার করার পর বিষয়টি সকলের নজরে আসে।
Jamia Millia Islamia suspends Social Work Dept professor for extremely provocative and communally polarising question in Semester 1 question paper. Inquiry ordered. FIR being filed.
— Kanchan Gupta 🇮🇳 (@KanchanGupta) December 23, 2025
JMI is a Central University with a mixed student community. The question shows malicious intent. pic.twitter.com/GSHzJOsg2o
সেই পোস্টে তিনি এও লেখেন, 'জামিয়া মিলিয়া ইসলামিয়া একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেখানে মিশ্র ছাত্র সম্প্রদায় রয়েছে। প্রশ্নটি বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য প্রকাশ করে'।






















