এক্সপ্লোর
Advertisement
জুলাইয়ে মানব শরীরে করোনা টিকার প্রয়োগ শুরু করবে জনসন অ্যান্ড জনসন
করোনা টিকা তৈরির দৌড়ে সব থেকে এগিয়ে মার্কিন বায়োটেক সংস্থা মডার্না ইনকর্পোরেটেড। মানুষের ওপর তাদের টিকা পরীক্ষা এখন মাঝামাঝি পর্যায়ে।
কলকাতা: জুলাইয়ের দ্বিতীয়ার্ধে জনসন অ্যান্ড জনসন তাদের উদ্ভাবিত করোনা টিকার মানব শরীরে প্রয়োগ শুরু করবে। আগে ঠিক ছিল, সেপ্টেম্বর থেকে হবে এই পরীক্ষা। কিন্তু অন্যদের থেকে যত আগে সম্ভব এই টিকা বার করার লক্ষ্যে পরীক্ষার সময় এগিয়ে আনছে তারা।
এ নিয়ে মার্কিন সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে জনসন অ্যান্ড জনসন। ২০২১-এ ১০০ কোটি টিকা তৈরির পরিকাঠামো নির্মাণের জন্য এই চুক্তি। করোনাভাইরাসের এখনও কোনও স্বীকৃত চিকিৎসা নেই, অথচ এই রোগে গোটা বিশ্বে ইতিমধ্যেই ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জনসন অ্যান্ড জনসন একটি পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওষুধ প্রয়োগের পর এই টিকা মানবশরীরে প্রয়োগ করবে। এ জন্য ১৮ থেকে ৬৫, এমনকী তার বেশি বয়সের ১,০৪৫ জন স্বাস্থ্যবান ব্যক্তিকে বেছে নিয়েছে তারা। পরীক্ষা চলবে আমেরিকা ও বেলজিয়ামে।
করোনা টিকা তৈরির দৌড়ে সব থেকে এগিয়ে মার্কিন বায়োটেক সংস্থা মডার্না ইনকর্পোরেটেড। মানুষের ওপর তাদের টিকা পরীক্ষা এখন মাঝামাঝি পর্যায়ে। ৬০০ জনের ওপর হবে এই পরীক্ষা। শেষ পর্যায়ের পরীক্ষা শুরু কথা জুলাইয়ে।
এছাড়া অ্যাসট্রাজেনেকা, সানোফি, ফিজার ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন করোনা টিকা তৈরিতে নানা পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে ১০টি টিকার মানব দেহে পরীক্ষা চলছে, তবে কার্যকরী টিকা বার হতে আরও ১ থেকে দেড় বছর লেগে যেতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement