উদ্বেগ বাড়িয়ে ভাইরাসের কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ এবার রাজস্থানে
করোনার নিত্যনতুন রূপ ধারণ অব্যাহত। দাপট বাড়ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের। এরই মধ্যে এবার আরও এক ভ্যারিয়েন্টের থাবা। কাপ্পা ভ্যারিয়েন্ট।
নয়াদিল্লি: এবার ভাইরাসের কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ মিলল রাজস্থানে। রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ভাইরাসের কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ১১ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা জানিয়েছেন, মোট ১১ জন কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৪ জন আলওয়ার এবং ৪ জন জয়পুরের। ২ জন বার্মার, ১ জন ভিলওয়ারার।
করোনার নিত্যনতুন রূপ ধারণ অব্যাহত। দাপট বাড়ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের। এরই মধ্যে এবার আরও এক ভ্যারিয়েন্টের থাবা। কাপ্পা ভ্যারিয়েন্ট। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজন সংক্রমিতদের নমুনা সংগ্রহ করে দিল্লির আইজিআইবি ল্যাবে পাঠানো হয়েছিল। ওই ল্যাব থেকেই সংশ্লিষ্ট নমুনায় কাপ্পা ভ্যারিয়েন্টের উপস্থিতি নিশ্চিত করেছে। রঘু শর্মা বলেন, কাপ্পা ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে কম মারাত্মক। একইসঙ্গে প্রত্যেককে কোভিড বিধি মানার আর্জি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ। রাজ্যে ৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মারণ ভাইরাসের কোপে। এদিকে গতকাল, মঙ্গলবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, কেন্দ্রের কাছে ভ্যাকসিন চাওয়া হলেও এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে মিলছে না ভ্যাকসিন। আর তাই দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের কাছে ভ্যাকসিন চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।
তবে কাপ্পা কোনও নতুন স্ট্রেন নয়। গত বছর অক্টোবর মাসে ভারতে প্রথম এই স্ট্রেনের হদিশ মিলেছিল। এবছর ৪ এপ্রিল ভ্যারিয়েন্টটিকে শনাক্ত করা হয়। এটাকে B.1.617.1 নামে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট। একে "ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট"(যেসব ভ্যারিয়েন্টের জেনেটিক চেঞ্জ হয়) বলা হচ্ছে। গত সপ্তাহে উত্তর প্রদেশে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই ব্যক্তির হদিশ মেলে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ১০৭ জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ মেলে। বাকি দুজনের শরীরে পাওয়া গিয়েছে কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ।
কোভিডের অন্যান্য ভ্যারিয়েন্টের উপসর্গের মতোই কাপ্পা ভ্যারিয়েন্টেও রয়েছে একই উপসর্গ। অর্থাৎ- জ্বর, মাথায় যন্ত্রণা, কাশি, মুখ শুকিয়ে যাওয়া, ঘ্রাণ শক্তি ও স্বাদ চলে যাওয়া। তবে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজিস্ট ডিকি বুডিম্যান বলেছেন, কাপ্পা ভ্যারিয়েন্টের প্রাথমিক উপসর্গ- গোটা শরীরে র্যাশ বেরোবে, এছাড়া জ্বর, কাশি, নাক দিয়ে জল পড়া এবং চোখ লাল হয়ে যাওয়া।