প্রবীর চক্রবর্তী, বেহালা : অভিনব কায়দায় কেপমারির শিকার হলেন পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধা। চিকিতসার সময় কায়দা করে তাঁর থেকে সোনার গহনা ছিনিয়ে নেয় এক ব্যক্তি। ঘটনায় প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। 


আরও পড়ুন - Kolkata: ধুন্ধুমার কালীঘাট, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি রাজ্য সভাপতির


স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, চোখের সমস্যা নিয়ে বেহালা (Behala) বিদ্যাসাগর হাসপাতালে যান পঁয়ষট্টি বছরের বৃদ্ধা দীপালি বসাক। তিনি নিজেও বেহালার কাজী পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। হাসপাতালে ডাক্তার দেখানোর সময়ে সাহায্য করার নাম করে তাঁর থেকে সোনার কানের দুল ও ব্যাগ হাতিয়ে নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। জানা গিয়েছে, ডাক্তার দেখানোর পর তিনি যখন চোখের এক্স রে করাতে যাচ্ছেন, সেই সময়ে এক ব্যক্তি তাঁর কাছ থেকে তাঁর ব্যাগ চেয়ে নেন। পাশাপাশি কানের দুলও খুলে দিতে বলেন। বৃদ্ধা যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে, কেন এগুলো দিয়ে দিতে হবে, তখন ওই ব্যক্তি বৃদ্ধাকে বলে যে, কানে দুল পরা থাকলে এক্স রে-তে ভালো ছবি আসবে না। ওই ব্যক্তির কথা মতো কানের দুল এবং হাতের ব্যাগ তাকে রাখতে দিয়ে দেন বৃদ্ধা। এরপরই সেই সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয় অভিযুক্ত।


আরও পড়ুন - Kolkata: কেশপুরের পর কলকাতা, ফের এর পুলিশকর্মীর রহস্যমৃত্যু, এবারও ব্যারাক থেকে উদ্ধার ঝুলন্ত দেহ


এই ঘটনায় প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উপরও। এক্স রে হয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ ওই বৃদ্ধা এক্স রে ঘরের পাশে বসেছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের থেকে তাঁকে কোনওরকম সাহায্য করা হয়নি বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা থাকা সত্বেও কোনও ফুটেজ দেখে অভিযুক্তকে ধরার ব্যবস্থা করেনি তারা। হাসপাতালের পক্ষ থেকে কোনও সাহায্য না পেয়ে সেখান থেকে চলে এসে পরিবারকে সঙ্গে নিয়ে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে।