Corona Vaccine For Child : চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শেষ, এ মাসের শেষেই আসতে পারে শিশুদের ভ্যাকসিন, জানাল ভারত বায়োটেক
‘নাবালকদের উপর কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শেষ’ । খুব শিগগিরিই মিলতে পারে এদেশে শিশুদের ভ্যাকসিনের ছাড়পত্র।
নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের ধাক্কায় কি নাজেহাল হবে শিশুরাও ? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া। কেউ বলছেন, থার্ড ওয়েভে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কারও মতে, করোনার হানা যে বেছে বেছে শিশুদের উপরই বেশি হবে, এমন দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এরই মধ্যে শিশুদের ভ্যাকসিন নিয়ে আশার কথা শোনাল ভারত বায়োটেক। সংস্থার দাবি, ‘নাবালকদের উপর কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শেষ’ । খুব শিগগিরিই মিলতে পারে এদেশে শিশুদের ভ্যাকসিনের ছাড়পত্র। ‘অগাস্টের শেষ কিংবা সেপ্টেম্বরেই মিলতে পারে ছাড়পত্র’, এমনটাই দাবি ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টরের। সেক্ষেত্রে বিরাট স্বস্তি মিলতে চলেছে অভিভাবকদের।
করোনার সেকেন্ড ওয়েভেই যখন মারাত্মক অবস্থা, তখন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, মারণ ভাইরাসের খেলা আরও বাকি! ধেয়ে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ! দেশে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য এবং আসন্ন, রীতিমতো বিবৃতি দিয়ে সতর্ক করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এই পরিস্থিতিতে সতর্কতা মূলক কিছু পদক্ষেপ করেছে রাজ্য সরকারও। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় শিশু চিকিত্সায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শিশুদের ডায়ালিসিস ও ক্রিটিক্যাল কেয়ার চিকিত্সায় জোর দেওয়া হচ্ছে। রাজ্যে ৩১টি ডায়ালিসিস ইউনিট থাকলেও আরও বাড়ানো হবে সংখ্যা।
এরই মধ্যে বাংলায় বেড়েছে ডেল্টা প্লাস আতঙ্ক! মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট থাবা বসালো পশ্চিমবঙ্গে। গত ১১ অগাস্ট স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, প্রথমবার এ রাজ্যে নতুন মিউটেশনের খোঁজ মেলে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানান, যে মিউটেশনগুলো থাকলে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করা হয়, তার মধ্যে নতুন একটি মিউটেশনের সম্প্রতি সংযোজন করেছে কেন্দ্র। বাংলায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে নতুন সংযোজিত মিউটেশনের খোঁজ মিলেছে। অন্যান্য রাজ্যে ডেল্টা প্লাস ভাইরাসে যে মিউটেশন ছিল, এরাজ্যে ভাইরাসের মিউটেশন তার থেকে কিছুটা আলাদা।
সবমিলিয়ে যখন ভাবাচ্ছে তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার ভাবনা, তার সঙ্গে খাঁড়ার মতো ঝুলছে ডেল্টা আতঙ্ক, তখন শিশুদের ভ্যাকসিনেশনের এই খবর নিঃসন্দেহে কিছুটা হলেও স্বস্তি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )