Drug Smuggling Scam: আমার ওপর ইন্টারেস্ট ছিল রাকেশ সিংহর: পামেলা
ফের বিস্ফোরক যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী! আবারও নিশানা করলেন বিজেপির বন্দর এলাকার বাহুবলী নেতা রাকেশ সিংহকে। ভোটমুখী বঙ্গ রাজনীতিতে এখন ঘুরপাক খাচ্ছে, ড্রাগ, কয়লা ও গরু এই শব্দগুলো।চলতি মাসের ১৯ তারিখ ১০ লক্ষ টাকার কোকেন সহ নিউ আলিপুরে গ্রেফতার হন বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী।
পার্থপ্রতিম ঘোষ,কলকাতা: বিজেপি নেতা রাকেশ সিংহ তাঁর গাড়িতে মাদক রেখেছিলেন। আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করলেন যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। এই নিয়ে ধৃত রাকেশ সিংহর পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
গ্রেফতার হওয়া রাজ্য বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীর দাবি, ‘‘রাকেশ সিংহর আমার উপর ইন্টারেস্ট ছিল। অন্য চোখে দেখা শুরু করে, আমি অ্যাভোয়েড করি, তখনই অ্যাগ্রেসিভ হয়ে ওঠে...বিজেপির আর কারও বিরুদ্ধে অভিযোগ নেই। পুলিশ সঠিক তদন্ত করছে। তদন্তের প্রতি আমার আস্থা আছে।’’
ফের বিস্ফোরক যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী! আবারও নিশানা করলেন বিজেপির বন্দর এলাকার বাহুবলী নেতা রাকেশ সিংহকে। ভোটমুখী বঙ্গ রাজনীতিতে এখন ঘুরপাক খাচ্ছে, ড্রাগ, কয়লা ও গরু এই শব্দগুলো।চলতি মাসের ১৯ তারিখ ১০ লক্ষ টাকার কোকেন সহ নিউ আলিপুরে গ্রেফতার হন বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী। মাদক-সহ গ্রেফতার হওয়ার পরই বিজেপির বাহুবলী নেতা রাকেশ সিংহকে গ্রেফতার করার দাবি তোলেন বিজেপির যুব মোর্চার নেত্রী। বৃহস্পতিবার আদালতে তোলার সময় ফের বিজেপি নেতা রাকেশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। রাজ্য বিজেপির যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী জানান, ‘‘অন্য রাজ্যে রাকেশ কেন পালিয়ে যাচ্ছিল...কেন গলসি থেকে ধরা হল। রাকেশ সিংহের লোক আমার গাড়িতে ড্রাগ ইমপ্ল্যান্ট করেছে। অমৃত রাকেশের লোক, যাকে দিয়ে আমার গাড়িতে এসব রাখে। ওই দিন টিকিট পাইয়ে দেওয়ার জন্য অমৃত নিত্যানন্দ রাইয়ের কাছে নিয়ে যাচ্ছিল। আমার গাড়িতে অমৃত ছিল, ওই কোকেন রেখেছে।’’
আদালতে তোলার পর এদিন পুলিশ হেফাজতে থাকতে চান পামেলা। ধৃত বিজেপির যুব মোর্চা নেত্রীকে ৪ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সরকারি আইনজীবী সুরেশ প্রসাদ সিংহ জানান, ওদের সামনা সামনি জেরা করতে চাই....তদন্তে ডেভেলপমেন্ট হয়েছে।’’
কলকাতা পুলিশ সূত্রে দাবি, কোকেনকাণ্ডে বিজেপি নেত্রী পামেলার ফোন থেকে চাঞ্চল্যকর অডিও ক্লিপ উদ্ধার হয়েছে।বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই অডিও ক্লিপে। লালবাজার সূত্রে খবর, অডিও ক্লিপের সূত্র ধরে তদন্ত করা হচ্ছে।