অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুজো মানেই নতুন জামা কাপড়। কচিকাচাদের আনন্দ। কিন্তু সবাই কি তা পায়? সেই ভাবনা থেকেই ৭৭তম  বর্ষে চালতাবাগান সর্বজনীনের পুজোর থিম ‘ইচ্ছেপূরণ’। পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই ভাবনা উদ্যোক্তাদের। 


পুজোর আনন্দ সবথেকে বেশি কাদের?  প্রথমেই যাদের নাম মনে আসে। তারা হল কচিকাঁচারা। কিন্তু প্রশ্ন হল  সব শিশু কি সমানভাবে উপভোগ করতে পারে? বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে পথ শিশু যারা রয়েছে বা যারা শিশু শ্রমিক তারা কীভাবে কাটাচ্ছে পুজো? চালতাবাগানের পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এবছর তাঁদের থিম ‘ইচ্ছেপূরণ’। ‘ইচ্ছেপূরণ’ কাদের? এক উদ্যোক্তা জানাচ্ছেন যারা পথ শিশু, ফুটপাতই ঘর তারা চাইলেও মনের সব ইচ্ছে পূরণ করতে পারে না। তারা শৈশবে সুযোগ সুবিধা পায়। করতে পারে না লেখাপড়া। এই বন্দি জীবনকে দেখানো হচ্ছে। ৭৭তম বর্ষে চালতাবাগান সর্বজনীন ৭৭ জন শিশুকে জামাকাপড়, লেখাপড়ার সামগ্রী সহ খেলনা, খাবার তুলে দিচ্ছে।


আরও পড়ুন: Durga Puja 2021: জোরকদমে চলছে প্রস্তুতি, নানুরের হাটসেরান্দী গ্রামের আকর্ষণ পটের দুর্গাপুজো


আরও পড়ুন: Durga Puja 2021: ৭৯ বছরে এবার পা দিল বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়ির পুজো


একটা সময় হয়ত আসবে যখন প্রকৃত অর্থে সব শিশু পুজোর আনন্দে সমানভাবে মেতে উঠতে পারবে। সেই দিন আসতে কত দেরি তা জানা নেই। তবে সেই দিনের জন্য চেষ্টা জারি রাখতে চাইছে চালতাবাগান সর্বজনীন। উল্লেখ্য, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।


দেখুন- চালতাবাগানের পুজো প্রস্তুতি


আরও পড়ুন: Durga Puja Preparation: এক টুকরো 'প্রকৃতি' ধরা দেবে শোভাবাজার বটতলা সর্বজনীনের পুজো মণ্ডপে