অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: একাদশীতেও কলকাতায় উত্সবের রেশ। বৃষ্টি বন্ধ। ভিড় উধাও হতেই ফাঁকা রাস্তায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়লেন প্রবীণরা।
দশমী বিদায় নিয়েছে ঠিকই। কিন্তু তার পিঠোপিঠি একাদশী আর দ্বাদশী পড়ে গিয়েছে উইকেন্ডে। আর সেটাই যেন বাড়িয়ে দিয়েছে উৎসবের রেশকে। বৃষ্টির বিরতি। তার ওপর আবার একাদশীর সকালে ফাঁকা রাস্তাঘাট। সেই সুযোগ হাতছাড়া করতে চাননি প্রবীণরা। শেষ হয়েও হইল না শেষ, রয়ে গিয়েছে পুজোর রেশ। নির্ঘণ্ট মেনে উমা বিদায় নিলেও, যেসব প্রতিমার এখনও বিসর্জন হয়নি, তা দেখতে বেরিয়ে পড়েছেন প্রবীণ। এমনই একটি দলকে দেখা গেল উত্তর কলকাতার টালা পার্ক প্রত্যয়ে।
আরও পড়ুন: Durga Puja 2021 : এবার পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জন, হোসপাইপে জল দিয়ে গলিয়ে দেওয়া হল মূর্তি
করোনার কারণে এবার পুজোয় ভিড় থেকে বয়স্কদের দূরে থাকার পরামর্শ দিয়েছিল প্রশাসন ও স্বাস্থ্য দফতর। সেইমতো পুজোর প্রধান দিনগুলোতে নিজেদের ঘরবন্দি রেখেছিলেন তাঁরা। সপ্তাহান্তের বর্ধিত পুজোর আমেজ তাঁদের টেনে আনল ঘরের বাইরে। এক প্রবীণ বলেন, “ কোভিড ছিল। পারিনি দেখতে। ভিড়ের সময়টা বেরোতে চায়নি।’’ এক মহিলার কথায়, “খুব ভাল লাগছে। কী সুন্দর ঠাকুর হয়েছে।’’ এদিকে উৎসবের মরসুমে লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূবালি হাওয়ার দাপটে কলকাতা সহ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হবে। উপকূল এলাকায় বইবে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুন: Durga Puja 2021: ঢাকের তালে পিপিই কিট পরে সিঁদুরখেলা-দেবীবরণ, করোনা আবহে বদল চিরাচরিত প্রথায়
আরও পড়ুন: Durga Puja 2021: শোভবাজার রাজবাড়ির দর্শনীয় বিসর্জন; মাঝগঙ্গায় সরে গেল জোড়া নৌকা, উড়ল নীলকণ্ঠ