সুদীপ্ত আচার্য, কলকাতা: বাংলাদেশের ফরিদপুর থেকে কলকাতার গড়িয়া। চক্রবর্তী বাড়ির দুর্গাপুজোর পরম্পরা বহন করছে প্রজন্মের পর প্রজন্ম। গড়য়ার বিধানপল্লির এই পরিবারের পুজোয় প্রতিমার আদল ভিন্ন। পুজোর রীতিও আলাদা।


গড়িয়ার বিধানপল্লির চক্রবর্তী বাড়ির পুজোর বয়স কলকাতাতেই ৭০ বছর। পরিবার সূত্রে খবর, ১৯৫১ সালে পণ্ডিত কালীপদ চক্রবর্তীর হাত ধরে কলকাতার বাড়িতে দুর্গাপুজোর সূচনা হয়। তার আগে এই পরিবারের পুজো হত বাংলাদেশের ফরিদপুরের কোটালিপাড়ায়।  


এই চক্রবর্তী পরিবারের দুর্গা প্রতিমার আলাদা বৈশিষ্টও রয়েছে। চিরাচরিত ভাবে প্রতিমার বাঁদিকে থাকে কার্তিক, ডানদিকে গণেশ। কিন্তু এখানে প্রতিমার ডানদিকে কার্তিক, বাঁদিকে গণেশ।  এই বাড়িতে পুজো হয় বৃহন্নন্দীকেশ্বর পুরাণ পদ্ধতিতে। 


পুজোর ক’দিন রোজই খাওয়া দাওয়া, গান বাজনার আয়োজন থাকে। পরিবারের সদস্যরাই তাতে অংশ নেন। এই পুজোয় প্রতিবেশীদের জন্যও অবারিত দ্বার। সকলে মিলে দেবী দুর্গার আবাহন। 


একদিকে আবাহনের ঝলমলে আলো, অন্যদিকে অবহেলার অন্ধকার! শারদ-ষষ্ঠীতে যখন দিকে দিকে দেবীর বোধন, তখন এই শহরেই দুর্গতি খোদ দুর্গতিনাশিনীর। সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ভেঙে পড়েছে দুর্গার ইনস্টলেশন। ভুল হয়ে গেছে, রি-ইনস্টল করা হবে। জানিয়েছেন ফিরহাদ হাকিম


আরও পড়ুন: Durga Puja 2021: বিষয় ভাবনার অভিনবত্বে এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান জিতল এই পুজোগুলি


আরও পড়ুন: Durga Puja 2021: নেই ঘরের ছেলে, অনাড়ম্বরেই মিরিটির মুখোপাধ্যায় বাড়িতে জাঁকজমকহীন দেবীর বোধন


আরও পড়ুন: Durga Pujo 2021: নিজের কেন্দ্রে পুজোয় থাকবেন দিলীপ ঘোষ, রাজ্যবাসীকে জানালেন মহাষষ্ঠীর শুভেচ্ছা