কলকাতা: রাজস্থানি কবির জন্মবার্ষিকী নিয়ে রাজ্যপালের ট্যুইটে বিতর্ক। জগদীপ ধনকড় ট্যুইটে লেখেন, 'কিংবদন্তি কানহাইয়ালাল শেঠিয়ার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী। তিনি রাজস্থানি ও হিন্দি ভাষার বিখ্যাত কবি। রাজস্থানি ভাষাকে সংবিধানে অন্তর্ভূক্ত করায় তাঁর প্রবল সমর্থন ছিল। তাঁর সংবেদনশীল লেখনী মানুষের হৃদয় স্পর্শ করে।'
এ নিয়ে রাজ্যপালকে খোঁচা দিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পাল্টা ট্যুইট করে লেখেন, 'মহামান্য রাজ্যপাল, আপনার অজ্ঞতা কোথায় লুকোবেন? রাজস্থানে জন্মেও আপনি কী করে প্রখ্যাত কানহাইয়ালাল শেঠিয়ার ১০২ তম জন্মবার্ষিকীকে মৃত্যুবার্ষিকী বলে ভুল করলেন? নাকি দেশের কৃতীদের অপমান করাটাই আপনার ঐতিহ্য? এরপরই ভুল সংশোধন করে ফের ট্যুইট করেন রাজ্যপাল। যদিও পরে সেই পোস্ট ডিলিট করে ফের জন্মবার্ষিকী উপলক্ষে ট্যুইট করেন রাজ্যপাল।
রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি রয়েছেই। কিছুদিন আগে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে হঠাৎ সাক্ষাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বিধান পরিষদ নিয়ে আলোচনা করা হয়েছে বলেই সূত্র মারফৎ খবর। তবে সরকারিভাবে কোনও তরফে কোনও তথ্য পাওয়া যায়নি। ১৪ জুলাই ঠিক বিকেল ৩টে ৫১ মিনিটে রাজভবনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়।