কলকাতা: নিউ মার্কেটের ব্যবসায়ী অপহরণ-খুনের মামলায় গ্রেফতার ২। বেনিয়াপুকুর থেকে গ্রেফতার ২ দুষ্কৃতী। টেলিভিশনে ক্রাইম থ্রিলার দেখে তৈরি ছক, দাবি পুলিশের। গাড়ির ডিকিতে করে জীবিত অবস্থায় অপহৃত ব্যবসায়ী পাচার ঝাড়খণ্ডে। অপহরণের পর জোর করে মদ্যপান করানো হয়। মিশিয়ে দেওয়া হয় ঘুমের ওষুধ। ঝাড়খণ্ডে পৌঁছনোর পর গলা কেটে খুন। টাকা ধার নিয়ে শোধ দিতে না পারায় অপহরণের ছক, দাবি পুলিশের। ধৃতদের হেফাজতে নিতে আজ শহরে আসছে ঝাড়খণ্ড পুলিশ। 


গত ৭ অগাস্ট ডোমজুড় থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে দশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ ওঠে। মামলা রুজুর তিনদিনের মাথায় পূর্ব মেদিনীপুরের তমলুকে হানা দিয়ে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। ধৃতেরা সম্পর্কে বাবা ও ছেলে। তাঁদেরকে দু-দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। 


একটা ডিল আছে। ভাল প্রফিট। যদি আগ্রহী হন, তাহলে কথা বলা যেতে পারে। বেলার দিকে ডোমজুড়ের জালান কমপ্লেক্সের কাছে রেস্তোরাঁয় চলে আসুন। অভিযোগ, এ ভাবেই ফোনে টোপ দেওয়া হয় হাওড়ার লিলুয়ার আনন্দনগরের বাসিন্দা ব্যবসায়ী দেবনাথ দাসকে। অভিযোগ, গত ৪ অগাস্ট দেবনাথ নির্ধারিত জায়গায় পৌঁছতেই চার ব্যক্তি তাঁকে অপহরণ করে। ৬ নম্বর জাতীয় সড়কের ধার থেকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। 


পরিবারের দাবি, অপহরণের পর ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে দুষ্কৃতীরা। ব্যবসায়ীর স্ত্রী মঙ্গলা দাসের কথায়, ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল। বলে না দিলে প্রাণে মেরে ফেলবে। ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করার ৩ দিনের মাথায় নিখোঁজ ব্যবসায়ীকে শনিবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই মূল অভিযুক্তকে। ধৃত সফিকুর রহমান ও ওয়াইজ খান সম্পর্কে বাবা ও ছেলে। 


আরও পড়ুন: Birbhum: মোটরভ্যানকে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে ট্রাক্টর উল্টে নিহত ২, আহত আরও দুজন


আরও পড়ুন: Howrah: শিবপুরে উদ্ধার নিখোঁজ তরুণের দেহ, গলায় লোহার তার পেঁচিয়ে খুন?