কলকাতা: এসএসসি (SSC) পরীক্ষার নতুন নোটিফিকেশনের দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার আগেই গ্রেফতার আন্দোলনকারীরা। এদিন সল্টলেকের (Saltlake) করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়। সকাল থেকেই এলাকা ঘিরে ফেলে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। জমায়েতের আগেই গ্রেফতার করা হয় আন্দোলনকারীদের। যদিও আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর এসএসসি-র কোনও নোটিফিকেশন হয় না। সেই দাবিতেই তাঁরা স্মারকলিপি জমা দিতে এসেছিলেন, বিক্ষোভ দেখাতে নয়।


২০১৬ সালে শেষবার এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়। আন্দোলনকারীদের বক্তব্য প্রতিবছরই রাজ্যের স্কুলগুলিতে অনেক শিক্ষক শিক্ষিকা অবসর নেন। ফলে শূন্যপদের সংখ্যাও বাড়ছে। সেখানে নতুন নিয়োগ করছে না। এদিন আন্দোলনকারীদের কর্মসূচি ছিল, প্রথমে তাঁরা জমায়েত করবেন। এরপর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন। এদিন সকাল থেকে গোটা চত্বর ঘিরে ফেলে পুলিশ। ওই এলাকায় যাঁরা বাস থেকে নেমেছেন তাঁদেরই পরীক্ষা করা হয়েছে। সন্দেহ হলেই গ্রেফতার করে পুলিশ। কিছুদিন করুণাময়ীর কাছে বিকাশ ভবনে আন্দোলন করতে গিয়ে বিষ খান শিক্ষিকারা। তাই সকাল থেকেই সতর্ক ছিল পুলিশ। কোনওরকম জমায়েত করতে দেয়নি তারা।


আরও পড়ুন: বালিপাচার রুখতে অভিযান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর জলপাইগুড়ি জেলা প্রশাসন


গত সপ্তাহে বিক্ষোভ-প্রতিবাদের মাঝে হঠাৎই ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার। যে পাঁচ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, তারা সকলেই পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য। বদলি সহ একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য। যা চলাকালীন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। যে ধস্তাধস্তিতে বিকাশ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন ওই পাঁচ শিক্ষিকা। যারপরই কার্যত সকলকে অবাক করে দিয়ে হাতে থাকা বোতল থেকে বিষ খেতে শুরু করেন তারা। যা দেখতে পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে ওই পাঁচ শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


আরও পড়ুন: ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার কালিয়াচকে, পুলিশের জালে ৩