সন্দীপ সরকার, কলকাতা: SSKM-এ শিশুর ভুল হাতে অস্ত্রোপচারের অভিযোগ উঠল। বাঁ হাতের বদলে, করা হল ডানহাতের অস্ত্রোপচার। কাঠগড়ায় প্লাস্টিক সার্জারি বিভাগ। যদিও বিভাগীয় প্রধানের দাবি, ডান হাতেও অপারেশনের প্রয়োজন ছিল। তবে, বিষয়টি পরিবারকে জানিয়ে, করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।


সমস্যা ছিল বাঁ হাতে। অথচ অস্ত্রোপচার হয়েছে ডান হাতে। আড়াই বছরের শিশুর হাতে ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠল। কাঠগড়ায় SSKM হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ। হাওড়ার সাঁতরাগাছির বাসিন্দা, শিশুর পরিবারের দাবি, ২ বছর বয়স থেকেই শিশুটির বাঁ হাতের বুড়ো আঙুল ভাঁজ করতে সমস্যা হচ্ছিল। SSKM-এর আউটডোরে দেখাচ্ছিলেন তাঁরা। 


সেখান থেকেই প্লাস্টিক সার্জারি বিভাগে রেফার করা হয়। পরিবারের দাবি, হাসপাতালের তরফে বলা হয়, শিশুর বাঁহাতের আঙুলে একটি মাংসপিণ্ডের জেরে, আঙুল ভাঁজ করতে সমস্যা হচ্ছে। সেটি অস্ত্রোপচার করতে হবে। সেই মতো, বৃহস্পতিবার SSKM-এ ভর্তি করা হয় শিশুটিকে। অস্ত্রোপচার হয় শনিবার।


সোমবার, ব্যান্ডেজ খুলতেই দেখা যায়, বাঁ হাতের পরিবর্তে ডান হাতের আঙুলে অস্ত্রোপচার হয়েছে। পরিবারের দাবি, ' দুটি হাতেই ব্যান্ডেজ করা ছিল। একটি অপারেশনের। আরেকটি স্যালাইনের জন্য। তাই বিষয়টি আগে বুঝতে পারেননি তাঁরা। দুটো হাতেই ব্যান্ডেজ ছিল। বুঝতে পারিনি। এরপরই আমরা নার্সকে বলি। সেখান থেকে ডাক্তারদের বলা হয়। ভুল হাতে অস্ত্রোপচার হয়েছে।'


পরিবার বলছে, হাসপাতাল ভুল স্বীকার করেছে। হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান জানিয়েছেন,শিশুর ডান হাতেও একই সমস্যা ছিল। সেই কারণে ওই হাতে আগে অস্ত্রোপচার করা হয়। তবে, বিষয়টি পরিবারের সদস্যদের না জানানোটা ভুল হয়েছে। সম্মতি নেওয়া উচিত ছিল। কেন নেওয়া হয়নি, তা দেখা হচ্ছে। পরবর্তী সময়ে শিশুর বাঁ হাতেও অস্ত্রোপচার করা হবে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটি সুস্থ আছে।


আরও পড়ুন: রাজ্যে একলাফে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ, একদিনে মৃত্যু ৯ জনের


আরও পড়ুন: চিত্তরঞ্জন সেবাসদনে শিশু বদলের অভিযোগ, খতিয়ে দেখতে ৫ চিকিৎসকের তদন্ত কমিটি গঠন হাসপাতালের