Mamata Banerjee Injury LIVE: চিকিৎসায় সাড়া দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ বেলা ১১ টায় বসবে মেডিক্যাল বোর্ড

Mamata Banerjee Leg Injury LIVE Updates: রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়, তাঁকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Mar 2021 08:59 PM
Mamata Banerjee injury LIVE: চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন।  এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আজ বেলা ১১টায় বসবে মেডিক্যাল বোর্ড।  পায়ের চোট পরীক্ষা করে দেখবেন চিকিত্‍সকরা।  পা ও হাড়ের ব্যথা কতটা আছে, তাও দেখা হবে।  এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ৬ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিত্‍সা চলছে।

Mamata Banerjee injury LIVE: ফের মুখ্যমন্ত্রীর রেডিও-ইমাজিং হবে

বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সস-এ মুখ্যমন্ত্রীর রেডিও-ইমাজিং করা হবে। ক্ষতির পরিমাণ কতটা তা জানতেই এই পরীক্ষা করা হবে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। মুখ্যমন্ত্রীর লিগামেন্টে চোট রয়েছে। তবে, যন্ত্রণা কিছুটা কমেছে। কাল সকালে পরবর্তী মেডিক্যাল রিপোর্ট। 

Mamata Banerjee injury LIVE:  ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ তৃণমূলের, বর্ধমান-কাটোয়া রোডে পথ অবরোধে শুভশ্রীর বাবা-মা

তৃণমূল নেত্রীর উপর হামলার অভিযোগ তুলে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ তৃণমূলের। অন্যদিকে বর্ধমান-কাটোয়া রোডে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধে সামিল হয়েছিলেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও মা বীণা গঙ্গোপাধ্যায়।

Mamata Banerjee injury LIVE:  ‘মমতার যে কর্মসূচি ছিল, তা বহাল থাকবে’, বললেন পার্থ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মমতার যে কর্মসূচি ছিল, তা বহাল থাকবে। তৃণমূলের ইস্তেহার তৈরি আছে, ঠিক সময় প্রকাশিত হবে।’

Mamata Banerjee injury LIVE:  ‘মমতার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেনি কমিশন’, অভিযোগ পার্থর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মমতার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যত করতে পারেনি কমিশন। সেই কারণেই আঘাতপ্রাপ্ত হয়েছেন মমতা।’

Mamata Banerjee injury LIVE:  ‘কমিশন খুঁজে বের করুক কীভাবে আঘাত পেলেন মমতা’, বললেন পার্থ চট্টোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘জেড প্লাস নিরাপত্তা ভেদ করে কীভাবে আঘাত পেলেন মমতা? কমিশন খুঁজে বের করুক, দাবি তৃণমূলের।’

Mamata Banerjee injury LIVE:  ‘মুখ্যমন্ত্রী আহত হয়েছেন অথচ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ নিলেন না’, বললেন পার্থ চট্টোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী আহত হয়েছেন অথচ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ নিলেন না। এই বিষয়টির তীব্র নিন্দা করছে তৃণমূল।’

Mamata Banerjee injury LIVE:  ‘মমতার আঘাত নিয়ে অপপ্রচার করা হচ্ছে’, বললেন পার্থ চট্টোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মমতার আঘাত নিয়ে অপপ্রচার করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করে মূল ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।’

Mamata Banerjee injury LIVE:  ‘কাল রাজ্যজুড়ে কালো পতাকা নিয়ে মৌন মিছিল তৃণমূলের’, বললেন পার্থ চট্টোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলায় ৮ দফায় ভোট করানো হচ্ছে, পরপর দুই শীর্ষ আধিকারিকের বদলের পর তৃণমূল নেত্রীর উপর হামলা। সর্বত্র চেষ্টা হচ্ছে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের চক্রান্ত হচ্ছে। কাল রাজ্যজুড়ে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবে তৃণমূল। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মিছিল করবে তৃণমূল।’

Mamata Banerjee injury LIVE:  ‘কাল দিল্লিতে কমিশনে যাবে তৃণমূল প্রতিনিধি দল’, বললেন পার্থ চট্টোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল প্রতিনিধি দল যাবে। কাল দিল্লির নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবে তৃণমূল। বাংলায় যেভাবে ৮ দফায় ভোট করানো হচ্ছে।’

Mamata Banerjee injury LIVE:  ‘কেন কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ হল?’, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় পার্থ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কমিশন দায়িত্ব নিয়েই এডিজি আইনশৃঙ্খলা ও ডিজিকে বদল করেছে। কেন কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ হল?’

Mamata Banerjee injury LIVE:  ‘এই ধরনের চেষ্টা বাম আমলেও হয়েছে’, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় পার্থ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এই ধরনের চেষ্টা বাম আমলেও হয়েছে। দুষ্কৃতীরা মমতার উপর আঘাত হেনেছে। সেকথা নির্বাচন কমিশনে জানিয়েছি।’

Mamata Banerjee injury LIVE:  ‘দুর্ঘটনা, কিন্তু অভিসন্ধি ছিল, পূর্ব পরিকল্পিত’, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় পার্থ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা মনে করি এটা দুর্ঘটনা, কিন্তু অভিসন্ধি ছিল। নন্দীগ্রামে মমতার উপর আঘাত পূর্ব পরিকল্পিত। গোটা ঘটনার তদন্ত করতে হবে।’

Mamata Banerjee injury LIVE:  ‘প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আপস নয়’, জেলাশাকদের বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

‘প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আপস নয়। নিরাপত্তা বাড়াতে প্রয়োজনে যা করার করুন।’ সব জেলাশাকদের ভিডিও কনফারেন্সে বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিক ও এডিজি আইনশৃঙ্খলার

Mamata Banerjee injury LIVE: 'দু-তিন দিনেই কর্মসূচীতে ফিরব, হয়ত কয়েকদিন হুইল চেয়ারে যেতে হবে'

হাসপাতালে বেডে শুয়ে ভিডিও বার্তা মমতার। তিনি বললেন, আগামী দিনের সমস্ত কর্মসূচীই যথারীতি হবে।   কয়েকদিন হয়ত হুইলচেয়ারে যেতে হবে। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।বললেন, দু-তিন দিনেই ফিরব কর্মসূচীতে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গাড়ির বনেটে দাঁড়িয়ে নমস্কার করছিলাম। সেই সময় গাড়ির দরজা চেপে যায়। কাল জোর লেগেছিল। গতকাল মাথা ও বুকে খুব ব্যথা হয়েছিল। হাত-পা, হাড় ও লিগামেন্টে ব্যথা রয়েছে। 


  দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, সবই শান্ত ও সংযত থাকুন। এমন কিছু করবেন না, যাতে মানুষের অসুবিধা হয়। 

Mamata Banerjee injury LIVE: ভিডিও ফুটেজ প্রকাশের দাবি বিজেপির

নির্বাচন কমিশনে তৃণমূলের পাল্টা বিজেপি। বিরুলিয়া বাজারে গতকালের ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশের দাবি বিজেপির। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি বিজেপির। তাদের দাবি, কমিশন ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করুক। 


গতকালের ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, এসপি ছিলেন না।  বিজেপি বলেছে, মুখ্যমন্ত্রী এ কথা কীভাবে বলেন? প্রার্থীর সঙ্গে ডিএম-এসপি থাকেন না।

Mamata Banerjee injury LIVE:আক্রমণের পূর্বাভাস আগে থেকেই ছিল: পার্থ

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের পূর্ভাবাস আগে থেকেই ছিল। অভিযোগ পার্থ চট্টোপাধ্য়ায়, ডেরেক ও ব্রায়েনের। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আক্রান্ত হওয়ার ঘটনায় যারা প্রশ্ন তুলছেন, তাঁরা গিয়ে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আসুন। কটাক্ষ ডেরেক ও’ব্রায়েনের। নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানোর পর এই মন্তব্য করেছেন পার্থ, ডেরেক।

Mamata Banerjee injury LIVE: মমতাকে দেখতে হাসপাতালে তথাগত, শমীক

হাসপাতালে মমতাকে দেখতে তথাগত  রায়, শমীক ভট্টাচার্য

Mamata Banerjee injury LIVE: অভিযোগ দায়ের তৃণমূলের, মামলা রুজু পুলিশের

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ‘আক্রান্ত’, অভিযোগ দায়ের তৃণমূলের। শেখ সুফিয়ানের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।৩৪১ ও ৩২৩ নম্বর ধারায় মামলা রুজু। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু।

Mamata Banerjee injury LIVE:মমতার মুখ বন্ধ করতে হামলা এই প্রথম নয়, ট্যুইট তৃণমূলের

 


নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের  আহত হওয়ার ঘটনা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরইমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ করার চেষ্টা এই প্রথম নয়। এই ঐতিহাসিক জমিতেই কৃষকদের পক্ষে দাঁড়ানোর জন্য তাঁর ওপর হামলা চালানো হয়েছিল। কিন্তু কোনও কিছুতেই তাঁকে দমানো যায়নি। আপনাদের কণ্ঠস্বর সবল করে তোলার জন্য তিনি ছিলেন, আছেন ও থাকবেন।

Mamata Banerjee injury LIVE: তৃণমূলের পাল্টা কমিশনে যাচ্ছে বিজেপিও

 নন্দীগ্রামে ‘আক্রান্ত’ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পাল্টা কমিশনে যাচ্ছে বিজেপিও।ঘটনার প্রকৃত তদন্তের দাবি বিজেপির।

Mamata Banerjee injury LIVE: নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল

 


তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল দুপুর বারোটায় যাচ্ছেন নির্বাচন কমিশনে। প্রতিনিধি দলে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়ান। নন্দীগ্রামে  পুলিশি গাফিলতির অভিযোগ তৃণমূলের।

Mamata Banerjee injury LIVE: মমতাকে দেখতে হাসপাতালে বিমান বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে আসেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও  জ্ঞানবন্ত সিংহ।

Mamata Banerjee injury LIVE: আপাতত স্থগিত তৃণমূলের ইস্তাহার প্রকাশ

নন্দীগ্রামে আহত মমতা, ভর্তি এসএসকেএমে।আজ প্রকাশিত হচ্ছে না তৃণমূলের ইস্তাহার। আপাতত স্থগিত ইস্তাহার প্রকাশ

Mamata Banerjee injury LIVE:বর্ধমান-কালনা রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ

বর্ধমান-কালনা রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তৃণমূল কর্মীরা। শক্তিগড় থানার পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে।

Mamata Banerjee injury LIVE: রাজ্যে জায়গায় জায়গায় অবরোধ

নন্দীগ্রামের হাজরাকাটায় বিক্ষোভ মিছিল তৃণমূলের। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টাখানেকের অবরোধ আমডাঙায়। মমতার আরোগ্যকামনায় তারকেশ্বরে পুজো তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের।

Mamata Banerjee injury LIVE: 'বাংলার মানুষের ক্ষমতা দেখার জন্য তৈরি থাকুন'

আগামী ২ মে বাংলার মানুষের ক্ষমতা দেখার জন্য তৈরি থাকুন। আহত মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পোস্ট করে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  রাজ্য বিজেপি ট্যুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে এই ট্যুইট করেছেন অভিষেক ।

Mamata Banerjee injury LIVE: বিজেপি ও তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি

সকালে পুলিশ সুপার ও জেলাশাসকের ঘটনাস্থল পরিদর্শনের পরেই নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে উত্তেজনা। মুখোমুখি বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূলের পোঁতা খুঁটিতেই মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন, এই দাবি তুলে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। পাল্টা তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর ওপর পরিকল্পিত হামলা হয়েছে। এনিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। উত্তেজনা চরমে ওঠায় দু’ পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়।

Mamata Banerjee injury LIVE: ঘটনাস্থলে জেলা শাসক ও পুলিশ সুপার

নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে ঘটনাস্থলে জেলা শাসক ও পুলিশ সুপার পৌঁছেছেন। তাঁরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছেন। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক।  তিনি বলেছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, এত ভিড় ছিল যে কেউ কিছু স্পষ্টভাবে দেখতে পাননি। ভিডিও ও ছবি খতিয়ে দেখা হবে।

Mamata Banerjee injury LIVE: মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উডবার্ন ব্লকের বাইরে বোর্ড

এসএসকেএমে উডবার্ন ব্লকের বাইরে টাঙানো হয়েছে বোর্ড। সেখানে শুভেচ্ছা বার্তা লিখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা। গেট ওয়েল সুন লিখেছেন মন্ত্রী শশী পাঁজা, সুজিত বসুও। 

Mamata Banerjee injury LIVE:সিবিআই তদন্ত হওয়া উচিত: দিলীপ

জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে মুখ্যমন্ত্রীর আঘাত লাগল, তার সিবিআই তদন্ত হওয়া উচিত। নির্বাচনে জেতার জন্য নাটক হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

Mamata Banerjee injury LIVE: চক্রান্তের অভিযোগ পার্থর

এডিজি আইনশৃঙ্খলা এবং ডিজিকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর আঘাত পেলেন মুখ্যমন্ত্রী। এর পিছনে চক্রান্তের অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের। বললেন আজ নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ জানাবে তৃণমূল।

Mamata Banerjee injury LIVE: মুখ্যমন্ত্রীর চিকিত্সার জন্য ৯ সদস্যের দল

আজ আবার মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা তাঁকে পরীক্ষা করবেন। মুখ্যমন্ত্রীর চিকিত্সার জন্য ৯ সদস্যের দল গঠিত হয়েছে। এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের।

Mamata Banerjee injury LIVE: মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের পাতায় ও গোড়ালিতে চিড়, আজ প্লাস্টার করা হতে পারে

এসএসকেএমে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে। গতকাল রাতে এমআরআই-এর পর পায়ে টেম্পোরারি প্লাস্টার করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। রাতে মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা মুখ্যমন্ত্রী চিকিত্সকদের জানিয়েছেন। বুকে ব্যথার কারণ আঘাতজনিত কিনা জানতে সিটি স্ক্যান করা হবে।এছাড়া, আজ আবার করা হবে ইসিজি। করা হতে পারে ইকো-ও। রক্তের একাধিক রুটিন পরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকেরা।

Mamata Banerjee injury LIVE: আঘাতের মাত্রা কতটা বোঝা যাবে এমআরআই রিপোর্টে

রাতেই বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে এমআরআই হয় মুখ্যমন্ত্রীর। তারপর তাঁকে ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। আঘাতের মাত্রা কতটা বোঝা যাবে এমআরআই রিপোর্টে। এমনটাই মত মেডিক্যাল বোর্ডের।

Mamata Banerjee injury LIVE:  মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠিত ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড

এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী চিকিৎসায় নিয়োগ করা হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। সূত্রের খবর, ওই টিমে আছেন, এসএসকেএম-এর অর্থপেডিক বিভাগের প্রধান মুকুল ভট্টাচার্য, মেডিসিনের বিভাগীয় প্রধান সৌমিত্র ঘোষ, নিউরো সার্জারি বিভাগ প্রধান শুভাশিস ঘোষ।  
আছেন, জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক বিমানকান্তি রায়, এন্ডোক্রনোলজিস্ট সুজয় ঘোষ, এবং অ্যানাস্থেসিওলজিস্ট সর্বাণী সহাইকা। এছাড়াও পরামর্শ নেওয়া হয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট গোপালকৃষ্ণ ঢালীর।

Mamata Banerjee injury LIVE:  ECG-র রিপোর্ট সন্তোষজনক, পেশিতে চোট লাগলেও, হাড় ভাঙেনি

মমতার ECG-র রিপোর্ট সন্তোষজনক, বাঁ পায়ের পেশিতে চোট লাগলেও, হাড় ভাঙেনি। এমনটাই খবর এসএসকেএম হাসপাতাল সূত্রে। এছাড়াও শরীরের আরও কিছু অংশে চোট আছে। এরপর এক্স-রে করা হয় মুখ্যমন্ত্রীর। 

Mamata Banerjee injury LIVE:  হামলার তীব্র নিন্দা, আরোগ্য প্রার্থনা কেজরিওয়ালের

মমতা দিদির ওপর হামলার তীব্র নিন্দা করছি। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত। উনি দ্রুত সেরে উঠুন, এই প্রার্থনা রইল। প্রতিক্রিয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Mamata Banerjee injury LIVE:  মমতাজির ওপর হামলার নিন্দা তেজস্বী যাদবের

মমতাজির ওপর এই কাপুরুষোচিত এবং ঘৃণ্য দুষ্কৃতী হামলার দ্ব্যর্থহীনভাবে নিন্দা করছি। পশ্চিমবঙ্গে থানা পুলিশ সবই এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন, যাকে পরিচালনা করছে বিজেপি। গোটা দেশ জানে ওই লোকগুলোকে (বিজেপি), যাদের গণতন্ত্রে কোনও বিশ্বাস নেই। হার নিশ্চিত এমন যুদ্ধে হতাশা উগরে দিতে যতটা নিচে নামা যায় নামতে পারে তারা। প্রতিক্রিয়া আরজেডি নেতা তেজস্বী যাদবের।

Mamata Banerjee injury LIVE:  মুখ্যমন্ত্রীর এক্স-রে রিপোর্ট সন্তোষজনক

এসএসকেএমে এক্স-রে ও এমআরআই করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এক্স-রে রিপোর্ট সন্তোষজনক। 

Mamata Banerjee injury LIVE:  অ্যাম্বুল্যান্সে করে বাঙুর ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হল মুখ্যমন্ত্রীকে

ট্রলি করে এনে অ্যাম্বুল্যান্সে করে বের করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অ্যাডভান্সড রেডিও-ইমাজিং করাতে নিয়ে যাওয়া হয়। এই পরীক্ষা হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। সেখানে তাঁর পরীক্ষা করা হবে। 

Mamata Banerjee injury LIVE:  চেতলায় রাস্তায় নেমে প্রতিবাদ ফিরহাদ হাকিমের মেয়ে সাবা, তৃণমূল কর্মীদের

চেতলায় রাস্তায় নামেন তৃণমূল কর্মীরা। ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে সাবা হাকিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ওপর অ্যাটাক হয়েছে, বাংলার মেয়ের ওপর অ্যাটাক হয়েছে, বিজেপির কালচার হচ্ছে মহিলাদের অসম্মান করা, এটা বাংলার কালচার না। 

Mamata Banerjee injury LIVE:  সিটি স্ক্যান, এক্স-রে করা হল মুখ্যমন্ত্রীর

এসএসকেএমে চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর। তাঁর সিটি স্ক্যান, এক্স-রে করা হয়েছে। এমআরআই-ও করা হবে বলে খবর। 

Mamata Banerjee injury LIVE:  "চিন্তাজনক, তদন্ত করা উচিত", প্রতিক্রিয়া অখিলেশ যাদবের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা খুবই চিন্তাজনক। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ে ঘটনার তদন্ত করা উচিত, যাতে সত্যিটা বেরিয়ে আসে। প্রতিক্রিয়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের।

Mamata Banerjee injury LIVE:  জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের

হাওড়া, জলপাইগুড়ি, বাঁকুড়া-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল।

Mamata Banerjee injury LIVE:  এসএসকেএমের উডবার্ন ব্লকে ভর্তি মমতা

এসএসকেএমে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ব্লকে ভর্তি মুখ্যমন্ত্রী। চলছে চিকিৎসা

Mamata Banerjee injury LIVE: অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত করবে, জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন,  গোটা বিষয়টার উপর নজর রাখা হয়েছে। অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত করবে। তারপরই কী হয়েছিল তা জানা যাবে। 
ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই বিষয়ে দিল্লির নির্বাচন কমিশনকে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। জেলা প্রশাসন বিস্তারিত রিপোর্ট দিলে, তাও পাঠিয়ে দেওয়া হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর। 

Mamata Banerjee injury LIVE: মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে ফিরহাদ, অরূপ, অভিষেক

এসএসকেএমে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাসপাতালে দেখতে গেলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee injury LIVE: মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, গো ব্যাক স্লোগান সমর্থকদের

এসএসকেএমে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধরকড়। উপস্থিত তৃণমূল সমর্থকদের মুখে উঠল গো ব্যাক স্লোগান

Mamata Banerjee injury LIVE: স্ট্রেচারে করে মমতাকে ভিতরে নিয়ে যাওয়া হল

এসএসকেএমে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রেচারে করে তাঁকে ভিতরে নিয়ে যাওয়া হল

Mamata Banerjee injury LIVE: এসএসকেএমে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

এসএসকেএমে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রিন করিডর করে তাঁকে কলকাতায় ফেরানো হচ্ছে। নিয়ে যাওয়া হবে এসএসকেএমে। পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee injury LIVE: এসএসকেএমে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এসএসকেএমে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রিন করিডর করে মমতাকে কলকাতায় ফেরানো হচ্ছে। নিয়ে যাওয়া হবে এসএসকেএমে। পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee injury LIVE: মুখ্যমন্ত্রীর চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম তাঁর চিকিৎসা হবে। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডে রয়েছেন সার্জারি, অর্থোপেডিক, এন্ডোক্রিনোলজিস্ট, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগীয় প্রধানরা। গ্রিন করিডর করে তাঁকে কলকাতায় ফেরানো হচ্ছে। নিয়ে যাওয়া হবে এসএসকেএমে। 

Mamata Banerjee injury LIVE: গ্রিন করিডর করে আনা হচ্ছে কলকাতায়, নিয়ে যাওয়া হবে এসএসকেএমে

পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রিন করিডর করে তাঁকে কলকাতায় ফেরানো হচ্ছে। নিয়ে যাওয়া হবে এসএসকেএমে। 

Mamata Banerjee injury LIVE: পায়ে-কামরে চোট, নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী

পায়ে-কামরে চোট। নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়, তাঁকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। 

প্রেক্ষাপট

চোট পেয়েছেন পায়ে-কোমরে। নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় আচমকাই আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী। রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়, তাঁকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূলনেত্রীর অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সহানুভূতি আদায়ের চেষ্টা বলে মন্তব্য করেছে বিরোধীরা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.