সৌভিক মজুমদার, কলকাতা: নারদে চার্জশিট বিতর্কে অবশেষে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে অধ্যক্ষের সামনে হাজিরা দিলেন সিবিআইয়ের ৫ জন আধিকারিক।


নারদ মামলায় তিন হেভিওয়েট বিধায়ক-মন্ত্রীর নামে চার্জশিট দেওয়া নিয়ে বিতর্কের জেরে সোমবার সিবিআইয়ের আধিকারিক সত্যেন্দ্র সিংহকে তলব করেছিলেন বিধানসভার স্পিকার। 


এই তলবকে চ্যালেঞ্জ করে এদিন কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে শুনানিতে সিবিআইয়ের হয়ে সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। 


তিনি বলেন, রাজ্যপালের থেকে অনুমোদন নিয়েই চার নেতামন্ত্রী-সহ মোট ৫ জনের বিরুদ্ধে নারদ মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। এই ধরনের মামলার ক্ষেত্রে অধ্যক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। রাজ্যপাল অনুমতি দিলেই হয়। 


তিনি আরও বলেন, এই মামলায় সিবিআইকে দু’বার ডেকে পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। এই ডেকে পাঠাবার আইনি এক্তিয়ার তাঁর নেই।


যদিও সিবিআইয়ের সওয়াল শুনে বিচারপতি নির্দেশ দেন, সিবিআইয়ের যে আধিকারিককে অধ্যক্ষ ডেকে পাঠিয়েছেন, তাঁকে বিকেল চারটের সময় অধ্যক্ষের কাছে হাজিরা দিতে হবে। তবে অধ্যক্ষের সামনে হাজির হয়ে মামলার কারণ দেখিয়ে মুলতবি রাখার আবেদন করতে পারবেন। 


বিচারপতি আরও নির্দেশ দেন, ‘এই মামলায় কাউকে ডেকে পাঠানোর অধিকার আছে অধ্যক্ষের। তবে বিধানসভার অধ্যক্ষ এই আধিকারিকের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না।‘


এদিন অধ্যক্ষের তরফে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় মঙ্গলবার দুপুর দুটোয় ফের এই মামলার শুনানির দিন ধার্য করেন বিচারপতি।   


সেইসময় অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ওয়াই জে দস্তুর আদালতকে জানান, এ নিয়ে ইডি-র তরফেও একটি মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি তখন দুটি মামলাই মঙ্গলবার দুপুরে একসঙ্গে শুনবেন বলে জানান।


আদালতের নির্দেশ অনুসারে, এদিনই বিধানসভার অধ্যক্ষের কাছে হাজিরা দেন সিবিআইয়ের আধিকারিক।


আরও পড়ুন: বুধবার ইডি-সিবিআই অফিসারদের বিধানসভায় তলব স্পিকারের


আরও পড়ুন: নারদ মামলায় ইডি-র চার্জশিটে নাম দুই মন্ত্রী সহ পাঁচজনের, কেন বাদ শুভেন্দু? প্রশ্ন তৃণমূলের, কটাক্ষ বিজেপির