কলকাতা: ঘন কুয়াশায় মুখ ঢেকেছে কলকাতা (Kolkata)। তার জেরে এক লাফে তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather office) সূত্রে খবর, আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২৩. ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহমণ্ডলে প্রচুর জলীয় বাস্প ঢোকার ফলে এই পরিস্থিতি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল থেকে নামবে পারদ। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস সপ্তাহের শেষের দিকে রাজ্য জুড়ে শীতের (Winter) আমেজ থাকবে।
গত পরশু থেকে আকাশে মেঘ বাড়াচ্ছে তাপমাত্রা। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weathe Office) জানিয়েছিলেন, আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা ঊর্ধ্বগামী হবে পারদ। সোমবার অর্থাৎ কাল থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল। আজ মঙ্গল ও বুধবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ।
আসি আসি করেও আসছে না শীত। এরই মধ্যে ফের ঊর্ধ্বমুখী পারদ (Temperature)। গত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে ফের পুবালি হাওয়ার দাপট বাড়বে। তার জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২-৩ দিন তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত রয়েছেই। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: TMC Leader Dead : রবিবার গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে
আরও পড়ুন: দেড়বছরে সর্বনিম্ন ! গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের পরিসংখ্যানে স্বস্তির নিশ্বাস