নয়াদিল্লি: Aadhaar Card হারানোর পাশাপাশি রেজিস্ট্রেশন আইডি বা এনরোলমেন্ট স্লিপের বিষয়ে ভুলে গেছেন। ভাবছেন, এবার পরিচয়পত্রের প্রমাণ দিতে কালঘাম ছুটবে আপনার। আধার গ্রাহকদের এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে UIDAI কর্তৃপক্ষ। মাত্র কয়েকটা সহজ ধাপেই ফিরে পান আপনার আধার নম্বর ও রেজিস্ট্রেশন আইডি।


সম্প্রতি আধার কার্ড হোল্ডারদের এই সমস্যার সমাধানে ট্যুইট করেছে UIDAI। যেখানে বলা হয়েছে, এই ধরনের সমস্যায় পড়লেই ১৯৪৭ নম্বরে যোগাযোগ করতে হবে গ্রাহককে। আধারের এই অফিশিয়াল হেল্পলাইন নম্বর ছাড়াও নিজের ফোন নম্বর দিয়ে UIDAI সাইটে যোগাযোগ করতে পারেন গ্রাহক। কেন আধার কার্ডের সঙ্গে মোবাইলের রেজিস্ট্রেশন প্রয়োজন এই সমস্যায় পড়লেই বুঝতে পারবেন গ্রাহক। নিচে কীভাবে আধার নম্বর ও তার রেজিস্ট্রেশন আইডি পাওয়া যাবে তা দেখানো হল।


প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)-এর অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in-এ যেতে হবে আধার কার্ড হোল্ডারকে।  
এখানে হোমপেজে 'Retrieve Lost UID / EID'অপশনে ক্লিক করতে হবে। এবার একটা নতুন পেজ খুলে যাবে আপনার সামনে।
তৃতীয় পর্যায়ে দুটো অপশন দেখতে পারবেন আপনি।Retrieved Aadhaar Number (UID) অথবা Retrieved Aadhaar Registration Number (EID) দেওয়া থাকবে অপশনে। এবার যেটা প্রয়োজন সেই অপশনে ক্লিক করুন।
এখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর সাবমিট করুন।
নিজের মোবাইলে আপনার আধার কার্ড নম্বর পেতে পেজের বাঁ দিকে 'Aadhaar Number'অপশন সিলেক্ট করুন।
এই পর্যায়ে ক্যাপচা ভেরিফিকেশন পূর্ণ করে দিন। 
এখন Send OTP অপশনে ক্লিক করুন।
এবার 'ওয়ান টাইম পাসওয়ার্ড' বা OTP জমা দিন।
এখন আপনার মোবাইল নম্বরে আধার নম্বর বা রেজিস্ট্রেশন আইডি চলে আসবে। 



সম্প্রতি ফের বাড়ানো হয়েছে Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা।আগে ৩০ সেপ্টেম্বেরর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান যোগের কথা বলেছিল সরকার। এবার সেই তারিখ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। 


এই বিষয়ে কী বলছে আয়কর বোর্ড ?
Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা নিয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস  Central Board of Direct Taxes(CBDT)। বোর্ডের তরফে বলা হয়েছে,কোভিডকালে মানুষের সমস্যার কথা মাথায় রেখে দুই কার্ড যোগের সীমা বাড়ানো হয়েছে। চলতি অর্থবর্ষের শেষ তারিখ পর্যন্ত এই কার্ড লিঙ্ক করাতে পারবেন সবাই।এবার ফের আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময় সীমা বাড়িয়ে ২০২২ সালের ৩১ মার্চ করা হল।


আরও পড়ুন : Aadhar Card Update : Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা বাড়ল, জেনে নিন শেষ তারিখ


আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি


আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি


আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'