১৫ টাকার ওপরে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম, সস্তা হল বিমান জ্বালানি
ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম।

নয়াদিল্লি: ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৫৭৪.৫ টাকা থেকে একলাফে বাড়ল ১৫.৫ টাকা। এর ফলে বছরে ভর্তুকিযুক্ত ১২টি গ্যাসের সীমা অতিক্রান্ত হওয়ার পর অতিরিক্ত গ্যাস কিনতে আম আদমিকে খরচ করতে হবে ৫৯০টাকা।
অন্যদিকে প্রায় ১ শতাংশ দাম কমল বিমান জ্বালানির। এর ফলে বিগত চার মাসের মধ্যে সবথেকে সস্তা হল বিমান জ্বালানির দাম। দিল্লিতে বিমান জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ৫৯৬.৬২ টাকা কমল। এই নিয়ে পরপর তিন মাস বিমান জ্বালানির দাম কমল। আন্তর্জাতিক বাজার দর অনুযায়ীই বিমান জ্বালানির দাম হ্রাস হয়েছে। জ্বালানির দাম কমার ফলে আর্থিক দেনায় জর্জরিত বিমান সংস্থাগুলো কিছুটা হলেও সুবিধা পাবে বলে মত সংশ্লিষ্টমহলের। উল্লেখ্য, প্রতিমাসের মতো চলতি মাসের শুরুতেই ২৫ পয়সা বাড়ল কেরোসিনের দাম। ২০১৬ সালের জুলাই মাস থেকেই ২৫ পয়সা করে দাম বেড়েছে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানির।






















