এক্সপ্লোর
Advertisement
নিট, জেইই স্থগিত রেখে ওদের মুখে হাসি ফেরান, সোনুর ট্য়ুইট, স্কুল পড়ুয়াদের দিলেন স্মার্ট ফোনও
তিনি লিখেছেন, এটা শুধু পড়ুয়াদেরই নয়, সরকারেরও পরীক্ষা। সরকার ৬০দিন জেইই, নিট পরীক্ষা পিছিয়ে দিয়ে ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ পেয়েছে। সেটা বাস্তবায়িত করে ওদের মুখে হাসি ফিরিয়ে আনুক। সরকার ও পডুয়ারা এই সময়কালে প্রস্তুতির অবকাশ পাবে। জেইই, নিট স্থগিত থাকুক।
মুম্বই: নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন যবে থেকে চালু হয়েছে, বলিউডের রুপোলি পর্দা থেকে বাস্তবের জমিতে পা রেখে একের পর এক মানবদরদী, সমাজসেবকের ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদকে। এবার অতিমারী আবহে দেশে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (জেইই) ও এনইইট পরীক্ষা নিয়ে বিতর্কের মধ্যে সোনুও দাবি করলেন, পরীক্ষাগুলি আপাতত বন্ধ রাখা হোক। পরীক্ষার্থী, তাঁদের অভিভাবকদের উদ্বেগের সুর সোনুর ট্যুইটেও। তিনি লিখেছেন, এটা শুধু পড়ুয়াদেরই নয়, সরকারেরও পরীক্ষা। সরকার ৬০দিন জেইই, নিট পরীক্ষা পিছিয়ে দিয়ে ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ পেয়েছে। সেটা বাস্তবায়িত করে ওদের মুখে হাসি ফিরিয়ে আনুক। সরকার ও পডুয়ারা এই সময়কালে প্রস্তুতির অবকাশ পাবে। জেইই, নিট স্থগিত থাকুক।
This is not an examination only for students.
It’s an examination for the Government too.
Govt. has an opportunity to excel by postponing #JEE_NEET for 60 days.
Make it happen and bring those smiles back.
Students & Govt. can prepare in this time window. #PostponeJEE_NEET
— sonu sood (@SonuSood) August 26, 2020
হিন্দিতে আরেকটি ট্যুইটে সোনু লিখেছেন, তরুণ প্রজন্মের শক্তির ওপরই আমাদের ভবিষ্যত্ নির্ভর করছে।ওদের উদ্যমকে ইতিবাচক রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। যুবকরা সরকারকে নিজেদের দাবি জানাতে চাইলে অন্যায় কোথায়? আমাদের বিশ্বাস, আলোচনা হবে, পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হবে। জেইই, নিট স্থগিত হোক।
প্রসঙ্গত, দেশব্যাপী পড়ুয়াদের একাংশ সরকারকে অতিমারী আবহে জেইই, নিট পরীক্ষা পিছতে আবেদন করেছে, আরেক অংশের অবশ্য অভিমত, পরীক্ষা আরও পিছলে একটা শিক্ষাবর্ষ নষ্ট হবে।
এর মধ্য়েই আবার সোনুর পাঠানো স্মার্টফোন হাতে পেয়েছেন মোরনির কোটি গ্রামের সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা। ওদের পড়াশোনার জন্য় সোনুর দেওয়া স্মার্টফোনগুলি স্কুলের প্রিন্সিপালের কাছে পৌঁছে দিয়েছেন অভিনেতার বন্ধু করন গিলহোত্র। সোনু ট্যুইটে এ খবর দিয়ে লিখেছেন, ছাত্রদের সাহায্য করতে পেরে ভাল লাগছে। অনলাইন ক্লাস করার জন্য় পড়ুয়াদের স্মার্টফোন হাতে পেতে দেখে আমার দিনটা দারুণ ভাবে শুরু হল। করন গিলহোত্র, পড়েগা ইন্ডিয়া তো বড়েগা ইন্ডিয়া। পডু়য়াদের এই প্রয়োজনটা আমাদের নজরে আনায় হিনা রোহতাকিকেও ধন্যবাদ।
এই প্রথম নয় যে, সোনু সমাজের প্রান্তিক ছেলেমেয়েদের পড়াশোনায় সাহায্য করলেন। এর আগে তিনি হিমাচল প্রদেশের একটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, যারা ঘরের বাচ্চাদের অনলাইন ক্লাসের জন্য গরু বেচে সেই টাকায় স্মার্টফোন কিনেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement