কলকাতা: মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের (BJP Candidate Kalyan Chaubey)গাড়িকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখালেন তৃণমূল (TMC) কর্মীরা। উঠল চোর চোর স্লোগানও। বুধবার ঘটনাটিকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল কাঁকুড়গাছিতে কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে।  


বুধবার দুপুরে মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা পুরসভার ৩১ ওয়ার্ডে থাকা ভোটগ্রহণ কেন্দ্রে যেতেই শুরু হয় বিক্ষোভ। শান্তিপূর্ণ নির্বাচনে বিজেপি প্রার্থী গণ্ডগোল পাকাতে এসেছেন এই অভিযোগ তুলে কল্যাণ চৌবের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা। গো ব্যাক ও 'চোর' স্লোগান দেওয়ার পাশাপাশি কল্যাণ চৌবের গাড়িতে লাথিও মারতে থাকেন। দফায় দফায় হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে যাতে বড় কোনও গণ্ডগোল না হয় তার জন্য বিজেপি প্রার্থীর গাড়ি এলাকা থেকে বের করে নিয়ে যান চালক। সেই সময় তৃণমূল কর্মীদের কাউকে কাউকে হাতে ইট নিয়েও গাড়ির পিছনে ধাওয়া করতে দেখা যায়। পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।


আরও পড়ুন: Supreme Court: কেন্দ্রের আপত্তি খারিজ, CBI তদন্ত নিয়ে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট


পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিক্ষোভ প্রসঙ্গে কল্যাণ চৌবে অভিযোগ করেন,"মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে ভুয়ো ভোটাররা রয়েছে বলে খবর পাই। তাদের ধরতে গেলেই বাধা দেন স্থানীয় তৃণমূল নেতা,কর্মী ও সমর্থকদের একাংশ। আমার গাড়ি লক্ষ্য করে লাথি ও ইট মারার পাশাপাশি বিক্ষোভ দেখাতে থাকে। বিষয়টিকে কেন্দ্র করে বড় কোনও গণ্ডগোল যাতে না হয় তাই আমার গাড়ির চালক যখন ওই এলাকা থেকে গাড়িটি বের করে নিয়ে আসছিলেন তখন ইট নিয়ে তাড়া করেছিল অনেকে। কমিশনের কাছে এই আসনে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।"


আরও পড়ুন: Raiganj Assembly Bypoll : 'তৃণমূলের বিশ্বাস পেতে' ভোট দেওয়ার ভিডিও করে দেখাতে হল নেতাকে ! রায়গঞ্জে নজিরবিহীন ঘটনা


অন্যদিকে বিক্ষোভ দেখানো তৃণমূল নেতা-কর্মীদের দাবি, ওই এলাকায় সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিল। আচমকা বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে সেখানে গিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেন। তারই প্রতিবাদ জানানো হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: WB Assembly By Poll 2024: উপনির্বাচনেও ভোট সন্ত্রাসের অভিযোগ, আশান্তির আবহে ভোট পড়ল কত শতাংশ?