এক্সপ্লোর
Advertisement
স্ত্রীকে নিয়মিত ধর্ষণ, বীরভূমে অভিযুক্তকে কুপিয়ে খুন করে ফেরার যুবক
গুরুতর জখম অবস্থায় জাকিরকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ঠিকাদারের লালসার নিয়মিত শিকার হতে হয় স্ত্রীকে। এ নিয়ে বহুবার প্রতিবাদ করেও লাভ হয়নি কিছু। শেষ পর্যন্ত অভিযুক্ত ঠিকাদারকে কুপিয়ে খুন করে ফেরার হল বীরভূমের এক যুবক। তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
পাইকার থানার কলহপুর গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের জাকির শেখ বিয়ে করেনি, একাই থাকত। পেশায় রাজমিস্ত্রীর ঠিকাদার জাকিরের অধীনে কাজ করত বছর ২৩-এর বাবু শেখ, তার স্ত্রী করত জোগাড়ের কাজ। অভিযোগ, জাকির একাধিকবার ধর্ষণ করে বছর ২৫-এর ওই আদিবাসী মহিলাকে। এ নিয়ে স্বামী স্ত্রী উভয়েরই আপত্তি ছিল, গন্ডগোলও হয়। কিন্তু জাকিরকে কোনওভাবেই থামাতে পারছিল না তারা।
এর মধ্যে গতকাল রাতে জাকির ফের তার বাড়ি ডাকে ওই মহিলাকে। পুলিশের দাবি, এবার সে বাবু শেখের সঙ্গে পুরো পরিকল্পনা করে তারপর জাকিরের বাড়ি যায়। জাকিরকে একা দেখে ফোন করে খবর দেয় বাবুকে। বাবু সঙ্গে সঙ্গে ভোজালি হাতে চলে আসে জাকিরের বাড়ি। অভিযোগ, স্বামী স্ত্রী উভয়ে মিলে তাকে কুপিয়ে খুন করে। তারপর বাবু শেখ চম্পট দেয়।
গুরুতর জখম অবস্থায় জাকিরকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পাইকার থানার পুলিশ। বাবু শেখের খোঁজ চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement